Advertisement
Advertisement

Breaking News

অডিশনের নামে জোর করে চুমু খেয়েছেন পাভেল, বিস্ফোরক অভিনেত্রী

‘রসগোল্লা’র কারিগর যদিও অভিযোগ অস্বীকার করেছেন৷

Anurupa accuses Pavel for misconduct
Published by: Sayani Sen
  • Posted:February 9, 2019 9:57 am
  • Updated:February 9, 2019 11:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউড, বলিউডের পর এবার #MeToo ঝড় আছড়ে পড়ল টলিউডেও৷ ‘রসগোল্লা’-র কারিগর পাভেলের বিরুদ্ধে উঠল অডিশনের নামে অশালীন আচরণের অভিযোগ৷ সোশ্যাল মিডিয়ায় চিত্রপরিচালকের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী৷ যদিও অভিনেত্রীর অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন পরিচালক৷ 

[‘মায়ের অন্তর্বাস পরে শুটিং করেছি’, নগরকীর্তন ছবি নিয়ে অকপট ঋদ্ধি]

ফেসবুক প্রোফাইলে পাভেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী অনুরূপা৷ তিনি লেখেন, ‘‘ রসগোল্লায় কাজ দেওয়ার নাম করে পাভেল আমাকে অডিশনে ডাকে৷ আমি আসি৷ সামান্য কথা হয়৷ এরপর একদিন আমাকে পাভেল মেসেজ করেন৷ ওই মেসেজে লেখা ছিল আমি নাকি পাওলি দামের মতো দেখতে৷ ‘রসগোল্লা’-য় তাই আমাকে বাছা হয়েছে৷ এরপর নাকতলায় ডাকেন পাভেল৷ নাকতলায় একটি ফ্ল্যাটের ভিতর পাভেল আমার হাতে স্ক্রিপ্ট দেন৷ সেদিন একটুও মেকআপ করিনি আমি৷ চুলে তেল, ঢিলেঢালা পোশাকেই গিয়েছিলাম পাভেলের কাছে৷ কিছুক্ষণ কথাবার্তার পর আচমকাই পাভেল আমাকে জড়িয়ে ধরেন৷ চুমু খেতেও শুরু করেন৷ কোনওক্রমে আমি তাকে থামাই৷’’ অভিনেত্রীর অভিযোগ, এখানেই থেমে যাননি পাভেল৷ এরপরও একাধিকবার মেসেজে পাভেলের সঙ্গে কথা হয় অনুরূপার৷ অভিনেত্রীর দাবি, মেসেজে নিজের স্ত্রীকে নিয়ে নানা কথা বলেছিলেন পাভেল৷ তাঁর দাম্পত্য জীবন সুখের নয় বলেও নাকি অনুরূপাকে জানান৷ এমনকী, মেসেজেই অনুরূপাকে বিয়েরও প্রস্তাব দেন পাভেল৷ এরপরই তাঁদের পরিচিতদের সঙ্গে কথা বলেন অনুরূপা৷ তাতেই মন ভেঙে যায় অভিনেত্রীর৷ তিনি জানতে পারেন, পাভেলের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক বেশ ভাল৷ এসব জানার পর বিয়ের প্রস্তাব খারিজ করে দেন অনুরূপা৷ অভিনেত্রীর অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাভেল তাঁকে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন৷  

[#MeToo অভিযোগে এবার মুখ খুললেন মাধুরী]

 
ক্রমাগত চাপের জেরে মানসিক অবসাদে ভুগছেন অনুরূপা৷ তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় পাভেলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷ যদিও অনুরূপার অভিযোগ অস্বীকার করেছেন পাভেল৷ স্বপক্ষে তাঁর পালটা যুক্তি, ‘‘এতদিন কেন মুখ বুজে সব কিছু সহ্য করলেন অনুরূপা? মেসেজেই বা কেন কথোপকথন বজায় রেখেছিলেন তিনি?’’  তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অনুরূপার৷
 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement