Advertisement
Advertisement

মিতভাষী মনমোহনের কাহিনি পর্দায় কে ফুটিয়ে তুলবেন জানেন?

সাড়া ফেলেছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর ফার্স্ট লুক৷

Anupam Kher to portray Manmohan Singh on silver screen, here is the First Look
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2017 9:48 am
  • Updated:August 7, 2021 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৪ সালে লোকসভা নির্বাচন জিতে কেন্দ্রে ফের ক্ষমতায় আসে কংগ্রেস। কিন্তু প্রশ্ন হল, প্রথম ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী কে হবেন? এআইসিসির বৈঠকে খানিকটা অপ্রত্যাশিতভাবেই তাঁর নামটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে উচ্চারণ করেছিলেন সোনিয়া গান্ধী৷ কংগ্রেস সভানেত্রীর সে বিশ্বাস রেখেছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা অর্থনীতিবিদ৷ বাকিটা ইতিহাস। একবার নয়, পরপর দু’বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং৷ তাঁর দশ বছরের প্রধানমন্ত্রিত্ব নিয়ে আলোচনা-সমালোচনা সবই হয়েছে৷ কিন্তু স্বল্পভাষী মানুষটি হামেশা সমস্ত সমালোচনার উর্ধ্বে রয়ে গিয়েছেন৷

[জানেন, কেন শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী ছিলেন?]

Advertisement

বর্ষীয়ান এই রাজনীতিবিদের সফরকেই বইয়ের পাতায় তুলে ধরেছিলেন ভারতের নীতি বিষয়ক বিশেষজ্ঞ সঞ্জয় বারু৷ বেশ কিছুটা সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ছিলেন তিনি৷ বইয়ের পাতার সেই তথ্যকেই একই নামে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন নবাগত পরিচালক বিজয় রত্নাকর গুত্তে৷ সম্প্রতি সামনে এল সেই ছবির ফার্স্ট লুক৷

ফার্স্ট লুকেই ভাইরাল হয়ে গিয়েছে ছবির পোস্টারটি৷ কারণ মুখ্য চরিত্রে থাকা অনুপম খেরের এই লুক৷ ছবিটি এক নজরে দেখে অনেকেই অনুপমকে প্রাক্তন প্রধানমন্ত্রী ভেবে ভুল করতেই পারেন৷ কিন্তু একটু ভালভাবে দেখলেই বোঝা যাবে মেকআপের কেরামতি৷ ছবির অন্যান্য কাস্ট এখনও ঠিক করে উঠতে পারেনি প্রযোজক-পরিচালক৷ তবে চিত্রনাট্য যত্ন সহকারে লিখছেন জাতীয় পুরষ্কার জয়ী পরিচালক হনসল মেহতা৷

[শিরডি সাই মন্দিরে ভক্তদের পদক্ষেপেই তৈরি হবে বিদ্যুৎ]

পোড় খাওয়া অভিনেতা তিনি৷ তবে সমসাময়িক এক রাজনীতিবিদের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল অনুপম খেরের কাছেও৷ কিন্তু চ্যালেঞ্জ নিতে হামেশাই ভালবাসেন তিনি৷ ‘সারাংশ’-র সময় থেকেই তা করে চলেছেন৷ তাই নতুন এই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি৷ বাকি চরিত্র ঠিক হয়ে গেলেই শুরু হয়ে যাবে ছবির শুটিং৷ সব ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’৷

[শুধু পরকীয়া নয়, অনুপম খুনের নেপথ্যে অন্য স্বার্থ ছিল মনুয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement