Advertisement
Advertisement

Breaking News

#MeToo অভিযোগের জের, ‘ইন্ডিয়ান আইডল ১০’ থেকে বাদ অনু মালিক

উঠে এল বিস্ফোরক কিছু তথ্য৷

Anu Malik Fired from Indian Idol 10
Published by: Sayani Sen
  • Posted:October 21, 2018 2:50 pm
  • Updated:October 21, 2018 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #MeToo-তে বিদ্ধ বলিউডের সঙ্গীত পরিচালক অনু মালিক৷ একের পর এক মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন৷ তার জেরেই এবার ‘ইন্ডিয়ান আইডল ১০’ – এর বিচারকের আসন থেকে সরতে হচ্ছে এই সংগীত পরিচালককে৷ এহেন সিদ্ধান্তের কথা জানায় খোদ চ্যানেল কর্তৃপক্ষ৷

সংগীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন গায়িকা সোনা মহাপাত্র৷ এরপর দিনকয়েক কাটতে না কাটতেই আবারও একই অভিযোগে সরব হন সংগীত শিল্পী শ্বেতা পণ্ডিত৷ এখানেই শেষ নয়৷ সোনা মহাপাত্র এবং শ্বেতা পণ্ডিতের পর অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আরও দুই মহিলাও৷ গান গাওয়ানোর অছিলায় কখনও বাড়িতে আবার কখনও স্টুডিওতে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন মহিলারা৷ এভাবেই একের পর এক মহিলার অভিযোগের ভিত্তিতেই ইন্ডিয়ান আইডল ১০-এর বিচারকের আসন থেকে অনু মালিককে সরে যাওয়ার নির্দেশ দিল সোনি টেলিভিশন৷ অবস্থা এতটাই গুরুতর যে, টেলিভিশন সংস্থা একটি জরুরি বৈঠক করে৷ ওই বৈঠকেই স্থির করা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনু মালিক বিচারকের পদে থাকতে পারবেন না বলিউডের এই নামী সঙ্গীত পরিচালক৷ সংস্থার বক্তব্য, বিচারকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে তাদের অনুষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ সূত্রের খবর, অনু মালিক থাকাকালীন যতগুলি এপিসোড শুট করা হয়েছে, সেগুলি সম্প্রচারিত হওয়ার পরে আর কোনও এপিসোডে অনু মালিককে রাখা হবে না৷ 

Advertisement

[স্কার্ট টেনে ধরে প্যান্টের চেন খুলেছিলেন অনু মালিক, বিস্ফোরক নির্যাতিতা]

গত সপ্তাহেই অনু মালিকের বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেন সংগীত শিল্পী শ্বেতা পণ্ডিত৷ লেখেন, ‘অনু মালিক আসলে শিশু যৌন নিগ্রহকারী৷ আমার যখন ১৫ বছর বয়স, তখন আমায় যৌন হেনস্তা করে অনু৷ অনু আমার শরীরের বিভিন্ন খাঁজে হাত দিয়েছিল৷’ আরেক প্রতিশ্রুতিমান গায়িকার অভিযোগ, ইন্ডিয়ান আইডল ১০-এ তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্র‌ির প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্ত‌ু বছর সাতেক আগে অনু তাঁর যৌন হেনস্তা করে৷ তাই তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷ যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনু৷ সংগীত পরিচালকের দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement