Advertisement
Advertisement

Breaking News

মোনালিসার লাস্যে শুরুতেই ঝড় সলমনের ‘বিগ’ ঘরে

শরীরী আবেদন-হাস্য-লাস্যে প্রত্যাশামতোই গোড়া থেকেই অনুষ্ঠানে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়িয়ে দিয়েছেন অন্তরা৷

Antara Biswas creates Sensetaion in her 2nd innings in Big Boss
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 2:56 pm
  • Updated:October 17, 2016 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস শুরু হওয়া মানেই বিনোদুনিয়ায় নতুন ঝড়৷ কোন মুখ কী কাজে চমকে দেবে আর সঞ্চালক সলমন কেমন করে সব সামলাবেন, তা জানতে টিভির পর্দায় চোখ রাখেন দর্শকরা৷ এবারের সিজনের শুরুতেই সকলের নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি মোনালিসা৷

কে এই মোনালিসা? আসলে তিনি অন্তরা বিশ্বাস৷ বাঙালি এই কন্যা অবশ্য ভোজপুরি ছবির নায়িকা হিসেবেই বেশি পরিচিত৷অভিনয় দুনিয়ায় পা রাখার আগে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি৷ প্রায় শ’খানেক ভোজপুরি ছবিতে কাজ করেছেন তিনি৷ তবে বাংলা, ওড়িয়া ও হিন্দি ছবির দুনিয়াতেও মোটামুটি চেনা মুখ তিনি৷ বলিউডে পা রেখেছিলেন ‘ব্ল্যাকমেল’ নামে একটি ছবিতে৷ বিপরীতে ছিলেন অজয় দেবগণ ও সুনীল শেট্টি৷ পরে পাকাপাকিভাবে দক্ষিণী ছবির দুনিয়াতেই চলে যান অন্তরা৷ এবং এই মুহূর্তে ভোজপুরি ছবিতে সবথেকে আলোচিত বা সমালোচিত অভিনেত্রী তিনিই৷

Advertisement

monalisa-actress-115

এই অন্তরার বিগ বস-এ যোগ দেওয়া নিয়ে গোড়া থেকেই ছিল যথেষ্ট উত্তেজনা৷ এই প্রথমবার অবশ্য এই শোয়ে অংশ নিচ্ছেন না অন্তরা৷ বিগ বসের সিক্সথ সিজনেও দেখা গিয়েছিল তাঁকে৷ তবে সবথেকে বেশি আলোড়ন তিনি তুলেছেন এ বছরই৷

mona-lisa-antara-biswas-hd-image-1

গত সিজনে শোয়ের টিআরপি আশানুরূপ ছিল না৷ তাই এবারের ফর্ম্যাটে বেশ কিছু পরিবর্তন এনেছে চ্যানেল কর্তৃপক্ষ৷ শোয়ে সেলেবদের পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ মানুষও রয়েছেন বিগ বসের ঘরে৷

তবে ফর্ম্যাট যাই হোক না কেন, শোয়ের জনপ্রিয়তা ইতিমধ্যেই কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন মোনালিসা ওরফে অন্তরা৷ শো শুরু হওয়ার আগে থেকেই আলোচনা তুঙ্গে ছিল তাঁকে নিয়ে৷ শো শুরু হওয়ার পর তো তাঁর লাস্যে প্রায় বেসামাল বিগ বাড়ি৷ তাঁকে তুরুপের তাস করে যে বিগ বসের ঘরে অনেক চমক অপেক্ষা করছে এমনটাই প্রত্যাশা শো কর্তৃপক্ষর৷ শরীরী আবেদন-হাস্য-লাস্যে প্রত্যাশামতো গোড়া থেকেই অনুষ্ঠানে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়িয়ে দিয়েছেন অন্তরা৷ আর এ তো সবে ট্রেলার৷ পিকচার থুড়ি সিজন আভি বাকি হ্যায়!

antara_biswas_hot_wallpapers

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement