Advertisement
Advertisement

Breaking News

Bangladesh

এবার রাজনীতিতে পা বাংলাদেশের জনপ্রিয় নায়কের, ঘোষণা নতুন দলের, প্রতিপক্ষ বাড়ছে ছাত্রদের

আওয়ামি লিগকে কোণঠাসা করে এখন বিএনপি ছাত্রনেতাদের কাছে বড় চ্যালেঞ্জ।

Another political party come in Bangladesh politics
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:April 25, 2025 7:06 pm
  • Updated:April 25, 2025 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাজনীতির ময়দানে পা রাখলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে তাঁর রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির চেয়ারম্যান ইলিয়াস। মহাসচিব হয়েছেন এক সময় বিএনপি ঘরানার বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। বাংলাদেশে তোরজোড় শুরু হয়েছে নির্বাচন ঘিরে। মাস কয়েক আগেই প্রকাশ্যে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল। আওয়ামি লিগকে কোণঠাসা করে এখন বিএনপি তাদের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু যেভাবে আরও নতুন দল ভোটযুদ্ধে নামছে তাতে এই ছাত্রনেতাদের প্রতিপক্ষ আরও বাড়ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। 

Advertisement

অভিনয়ের পাশাপাশি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন রাস্তা নিয়ে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ঢাকার একটি হোটেল আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশে স্লোগান ছিল‘গড়বো মোরা ইনসাফের দেশ’। আজ শুক্রবার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ। তিনি জাতীয় প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি। বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি।

অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, “বাংলাদেশের ইতিহাস সাক্ষী, প্রতিটি গণ-অভ্যুত্থান, বিপ্লব ও আন্দোলনের পরে সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর ও চব্বিশের গণ-জাগরণের চেতনায়, সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য। জাতির এই মাহেন্দ্রক্ষণে সব বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ, ইনসাফ, সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তাবোধ দৃঢ়ীকরণ করতে আজ আমাদের নতুন দলের আত্মপ্রকাশ।”

গত ৮ মাসে নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আ-আম জনতা পার্টি, এমন অন্তত ২৬টি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে এসব রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। ‘গণ অভ্যুত্থানে’ নেতৃত্ব দেওয়া পড়ুয়াদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ও রয়েছে এই তালিকায়। ৮ মাসে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয়। সরকার পতনের পর এমন টালমাটাল পরিস্থিতিতে আগেও এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement