Advertisement
Advertisement

বিয়ে করতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা, পাত্র কে?

কবে বিয়ে করছেন অভিনেত্রী?

Ankita Majumder will get married
Published by: Sayani Sen
  • Posted:January 27, 2019 3:07 pm
  • Updated:January 27, 2019 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের শেষের দিকে টক অ দ্য টাউন ছিল বিবাহপর্ব৷ দীপবীর, নিকইয়াঙ্কার চারহাত এক হয়৷ পিছিয়ে ছিল না টলিপাড়াও৷ পরিণতি পায় টেলি দুনিয়ার পরিচিত মুখ অরিত্র ও মহুয়ার প্রেম৷ বছরের শুরুতেই একই ওয়েভ৷ আবারও টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সানাইয়ের সুর৷ বিয়ে করতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার৷ সোমবারই প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

কলকাতাতেই জন্ম৷ তিলোত্তমার বুকেই বড় হয়ে উঠেছেন৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অঙ্কিতার৷ ছোট থেকেই অভিনয়ের প্রতি বিশেষ টান ছিল৷ সেই আগ্রহ থেকে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন অঙ্কিতা৷ ‘আমাদের ছোট নদী’ নামে একটি ধারাবাহিক দিয়েই টেলিদুনিয়ায় প্রবেশ তাঁর৷ এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অঙ্কিতাকে৷ একে একে ‘জড়োয়ার ঝুমকো’, ‘সাত ভাই চম্পা’, ‘ভূমিকন্যা’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে৷ একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করার সুবাদে অঙ্কিতা হয়ে উঠেছেন সকলের ঘরের মেয়ে৷সুযোগ আসে জি বাংলা অরিজিনালসে স্বল্প দৈর্ঘ্যের ছবিতে কাজ করার। সেখানেও প্রশংসিত অঙ্কিতা। কাজের ফাঁকেই আলাপ হয় সৌমিত্র পালের সঙ্গে৷ হয়ে যায় হৃদয় বিনিময়৷ যদিও সৌমিত্র গ্ল্যামার দুনিয়ার কেউ নন৷

Advertisement

[টলিপাড়ায় সানাইয়ের সুর, পরিণতি পেল অরিত্র-মহুয়ার প্রেম]

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গত নভেম্বরেই বাগদান পর্ব সেরে ফেলেন অঙ্কিতা৷ সোমবার হিন্দু ধর্মমতে সাতপাক ঘুরে, অগ্নিসাক্ষী করে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা শেয়ার করেছিলেন তিনি৷

বিয়ের আগে ব্যস্ততা থাকলেও, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করতে ভোলেননি অভিনেত্রী৷ শনিবার রাতে ব্যাচেলর পার্টি করেন তিনি৷ সৌমিত্র ও অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন ওই পার্টিতে৷ ছিলেন পরিবারের সদস্যরাও৷ অভিনেত্রী জানান, ‘‘নভেম্বরে সৌমিত্রর সঙ্গে আংটি বদল করি৷ জীবনের নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে৷ আমি ভীষণ আনন্দিত৷ মা বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত৷ আত্মীয়স্বজনরাও আসতে শুরু করেছেন৷’’ একই অবস্থা তাঁর হবু স্বামী সৌমিত্ররও৷ কতক্ষণে চার হাত এক হবে, সেই প্রহর গুনতে শুরু করেছেন হবু দম্পতি৷

[৮ বছর পর ছোটপর্দায় ফিরছেন ঋ]

ANKITA-MAJUMDER

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement