Advertisement
Advertisement

Breaking News

সম্পর্কে ছেদ টানলেন ব্র্যাঞ্জেলিনা!

অ্যাঞ্জেলিনার আইনজীবী রবার্ট ওফার জানান, সোমবার বিবাহ বিচ্ছেদের মামলা করা হয়েছে৷

Angelina Jolie filed for divorce from Brad Pitt!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 20, 2016 9:39 pm
  • Updated:September 20, 2016 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দিনের সম্পর্কে অবশেষে ছেদ টানছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট? খবরটা শুনে প্রথমবার অনেকেই বিশ্বাস করতে পারেননি৷ কিন্তু এটাই সত্যি৷ হলিউড অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, স্বামী ব্র্যাড পিটের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেছেন অ্যাঞ্জি৷

বলিউডের রিয়েল লাইফ জুটি আরবাজ খান ও মালাইকা আরোরার বিবাহ বিচ্ছেদের খবরে ঠিক যেভাবে মুছড়ে পড়েছিলেন তাঁদের ভক্তরা, এবারও একইরকম ঝটকা লাগল৷ অ্যাঞ্জেলিনার আইনজীবী রবার্ট ওফার জানান, সোমবার বিবাহ বিচ্ছেদের মামলা করা হয়েছে৷ পারিবারের শান্তি বজায় রাখতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন হলি ডিভা৷ আদালতে ৬ সন্তানকেই নিজের কাছে রাখার আর্জি জানিয়েছেন তিনি৷ সূত্রের খবর, বাচ্চাদের প্রতি ব্র্যাড পিট যে আচরণ করতেন, তা একেবারেই পছন্দ হচ্ছিল না অ্যাঞ্জির৷ তাপ উপর স্বামীর অতিরিক্ত মদ্য পান ও অল্পেতেই মাথা গরম করার বিষয়টিও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল৷ আর সেই কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত৷ যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনওরকম মন্তব্য করতে চান না তিনি৷

Advertisement

২০০৪ থেকে সম্পর্কে রয়েছে হলিউডের এই সুপারহিট জুটি৷ অনস্ক্রিনের মতো তাঁদের অফস্ক্রিন প্রেমকাহিনিও বহুচর্চিত৷ দীর্ঘদিন ধরে পরস্পরের হাত ধরে নানা সমস্যার সমাধান করেছেন তাঁরা৷ সমাজ সেবাও করেছেন একসঙ্গে৷ ২০১৪-তেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ব্র্যাঞ্জেলিনা৷ এবার হয়তো ব্র্যাঞ্জেলিনা শব্দটি হলি দুনিয়া থেকে মুছে যেতে চলেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement