Advertisement
Advertisement

Breaking News

নেহা অন্তঃসত্ত্বা শুনে কী বলেছিলেন অঙ্গদের বাবা?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন নেহা ধুপিয়া৷

Angad's father scolded to know Neha's pregnancy status
Published by: Sayani Sen
  • Posted:November 15, 2018 4:21 pm
  • Updated:November 15, 2018 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন নেহা ধুপিয়া৷ সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সেকথা জানিয়েছিলেন অঙ্গদ বেদি৷ তা নিয়ে আলোচনা হয়েছে যথেষ্ট৷ কিন্তু জানেন কি, এই খবর শুনে অঙ্গদ বেদির বাবা কি জানিয়েছিলেন? নিজে মুখেই সেকথা জানান অঙ্গদ৷ বিয়ের আগেই পুত্রবধূর অন্তঃসত্ত্বা হয়ে পরার ঘটনা প্রথমে বাবাকে জানান অঙ্গদ৷ তা নাকি মেনে নিতে পারেননি তারকার বাবা৷ একথা নাকি ভালভাবে নেননি অঙ্গদের বাবা৷ বাড়িতে নাকি বকাঝকাও খান তিনি৷ 

[অন্তঃসত্ত্বা হয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নেহা, কী জানালেন অঙ্গদ?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#happydiwali From all of us to all of you … spread the love, laughter and light ❤️😄💥😇 📸 @rjdeigg

Advertisement

A post shared by Neha Dhupia (@nehadhupia) on

২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া৷ এরপরই বলিউডে যাত্রা শুরু করেন তিনি৷ এরই মাঝে মন দেওয়া-নেওয়ার পালাও সেরে ফেলেন৷ জীবনসঙ্গী হিসাবে বেছে নেন অঙ্গদ বেদিকে৷ সোনমের বিয়ে নিয়ে যখন মেতে উঠেছিল গোটা বি-টাউন, তখন একেবারে চুপিসারে চারহাত এক হয় নেহা-অঙ্গদের৷ চলতি বছরের ১০ মে কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অঙ্গদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী নেহা। তাঁর গর্ভবতী হওয়া নিয়ে সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেসব তখন গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন অঙ্গদ ও তাঁর বেটারহাফ।

[সোনমের বিয়ে নিয়ে মশগুল সবাই, চুপিসারে গাঁটছড়া বাঁধলেন নেহা-অঙ্গদ]

পরে যদিও ভক্তদের কৌতূহল দূর করেন অঙ্গদ ও নেহা। লাভবার্ড ইনস্টাগ্রামে জানান, ‘সেই জল্পনাই সত্যি হল।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Ha! Turns out this rumor is true.. #3ofus 🤰👼 #satnamwaheguruੴ

A post shared by Angad Bedi (@angadbedi) on

[পরিণতি পেল প্রেম, প্রকাশ্যে দীপিকা-রণবীরের বিয়ের ভিডিও]

তবে কি বিয়ের পিঁড়িতে বসার সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা? গুজব ছড়িয়েছিল, সে কথাই যেন বিয়ের বেশ কয়েকদিন পর মেনে নেন অঙ্গদ। নতুন অতিথির আগমনে খুশি হয়েছিলেন দুই তারকাই৷ অঙ্গদ ও নেহাকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক করণ জোহর থেকে অভিনেতা রীতেশ দেশমুখ সকলেই। এই সুখবরের পরই মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন তাঁরা। হাতে হাত ধরে একসঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁদের। হালকা নীল রঙের পোশাকে দেখা গিয়েছিল নেহাকে। এবং তাতেও স্পষ্ট বেবি বাম্প৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement