সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কাজ নেই। বেকার।’ এমন কথা প্রায়ই যুবক-যুবতীদের মুখে শোনা যায়। কিন্তু খোদ অমিতাভ বচ্চনের চাকরি নেই! তিনিও সেই চাকরিপ্রার্থীদের দলেই পড়ে গিয়েছেন, এও সম্ভব! হয়েছে সেটাই। অন্তত বিগ বি তেমনটাই দাবি করেছেন। এক্ষেত্রে তিনি পাশে পেয়েছেন বলিউড বাদশাকেও। শাহরুখেরও নাকি চাকরি খুব দরকার।
শুক্রবার মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের ছবি ‘বদলা’। শনিবার ছবির কয়েকটি স্ক্রিনশট দিয়ে অমিতাভ বচ্চন টুইটারে পোস্ট করেছেন, “এটা তো হয়ে গেল। এবার কাল চাকরি কই? ৫০ বছর ধরে এটাই জিজ্ঞাসা করে আসছি।” অমিতাভের এই টুইটের পর শাহরুখ তাতে তাঁর বক্তব্য লিখেছেন। জানিয়েছেন তিনিও ওই একই পথের পথিক। তাঁর বক্তব্য, “যদি আপনি চাকরি পেয়ে যান, তবে আমার নামও সুপারিশ করে দেবেন।”
T 3112 – ये तो हो गया … अब कल नौकरी कहाँ ?? ५० वरशों से यही पूछता आ रहा हूँ !!
pic.twitter.com/bYeYqmuNYP
— Amitabh Bachchan (@SrBachchan) March 8, 2019
sir aapko mil jaaye naukri toh mujhe bhi recommend kar dena.
— Shah Rukh Khan (@iamsrk) March 8, 2019
[ ‘টেল অফ নাসিরি’ থেকে ‘ইনসাইডার’, শর্টফিল্মে মন জয় বর্ধমানের পরিচালকের ]
কিন্তু হঠাৎ কেন বলিউডের এমন দুই প্রবাদপ্রতীম অভিনেতা এমন টুইট করলেন? কারণ, ‘বদলা’-র পর অমিতাভের হাত ফাঁকা। তাঁর হাতে আর কোনও ছবি নেই। এদিকে শাহরুখেরও অবস্থাও একই। ‘জিরো’-র পর তিনি আর কোনও ছবিতে সই করেননি। রাকেশ শর্মার বায়োপিক তাঁর হাতে ছিল। কিন্তু ‘ডন ৩’ ছবিতে অভিনয়ের জন্য তিনি ছবিটি ছেড়ে দেন। এদিকে আবার ‘ডন ৩’ নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য নেই। ছবিটি কবে হবে, তা নিয়ে কোনও খবর এখনও প্রকাশ পায়নি। তাই শাহরুখও একদিক থেকে এই মুহূর্তে বেকার। কাজ নেই তাঁরও। অমিতাভ আর শাহরুখের টুইট দেখে চুপ করে থাকতে পারেননি তাপসী পান্নু। টুইট করেন তিনিও।
Atleast there you both can keep me in the same frame ! I also did a good job na
— taapsee pannu (@taapsee) March 9, 2019
স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিজিবল গেস্ট’ অবলম্বনে তৈরি হয়েছে সুজয় ঘোষের ছবি ‘বদলা’। ছবিতে অমিতাভ বচ্চন ছাড়া অভিনয় করেছিলেন তাপসী পান্নু ও অমৃতা সিং। শাহরুখ ছিলেন ছবির সহ-প্রযোজক।
[ ‘কলঙ্ক’-এ কাদের চেয়েছিলেন করণ? জানলে অবাক হবেন ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.