Advertisement
Advertisement

Breaking News

সিনেমায় নামছেন নভ্যা! কী বললেন বিগ বি?

সত্যিই কি নভ্যা সিনেমায় নামতে চলেছেন?

amitabh-bachchan's-reaction on navya-naveli's-bollywood-debut
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2016 7:21 pm
  • Updated:June 3, 2016 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই নেটদুনিয়ায় তিনি নয়া সেনসেশন৷ কখনও তাঁর ঘরোয়া মুহূর্তের ছবি, কখনও পার্টির ছবি, কখনও আবার শাহরুখের ছেলের সঙ্গে তাঁর রেস্তোরাঁ যাওয়ার ছবি ছড়িয়েছে ইন্টারনেটে৷ হু হু করে বেড়েছে তাঁর ভার্চুয়াল দুনিয়ার অনুগামীর সংখ্যা৷ প্রচারের এত আলো যে তাঁর উপর পড়ছে সে কি এমনি এমনি৷ বলিঅন্দরে জোর খবর, হয়ত সিনেমায় নামতে চলেছেন নভ্যা৷ সে কারণেই এত প্রচারের বাদ্যি৷

তা সত্যিই কি তিনি সিনেমায় নামতে চলেছেন?

Advertisement

এককালে অভিনেতা বাড়ির সন্তানরা যখন সিনেমায় নামতেন তখনও এত প্রচার হত না৷ তবে অভিভাবকরা প্ল্যাটফর্মটা তৈরি করে দিতেন৷ বিগত কয়েক বছরে অবশ্য প্রচারের রূপটাই পাল্টে গিয়েছে৷ প্রচার ও জনপ্রিয়তা ছড়ানোর মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছ পেজ থ্রি দুনিয়া৷ নভ্যার এই প্রচারকেও সেরকমই ভেবেছিলেন অনেকে৷ নভ্যা নিজেও এ ব্যাপারে বেশ আগ্রহী৷ নিয়ম করে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন৷ দুয়ে দুয়ে চার করতে দ্বিধা করেননি অনেককে৷

কিন্তু কী বলছে পরিবারের মানুষরা?

সম্প্রতি এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল খোদ অমিতাভ বচ্চনকে৷ কিন্তু রুপোলি দুনিয়ায় নাতনীকে স্বাগত জানাতে এখনও তৈরি নন তিনি৷ অবশ্য খোলাখুলি সে কথা জানাননি৷ বরং সবুজ সংকেত যে নেই, তা তাঁর ঘুরিয়ে দেওয়া উত্তরেই স্পষ্ট৷ বিগ বি জানিয়েছেন, নভ্যা সিনেমায় নামছেন, এরকম কোনও কথা তিনি অন্তত জানেন না৷ অবশ্য তিনি আরও খোলসা করে বলেছেন, “ও তো এখনও পড়াশোনা করছে৷ এখনই অভিনয় করবে কী করে? আমার মনে হয় না ও এখনই্ বলিউডে পা রাখবে৷”

তবে বলিঅন্দরে অনেকের ধারনা, বিগ বি বলতে না চাইলেও প্রস্তুতিপর্ব এখনওই শুরু করে দিয়েছেন নব্যা৷ এমনকী নভ্যার অভিনয় দুনিয়ার আসার কথা একেবারে উড়িয়েও দেননি বিগ বি৷ সোশ্যাল মিডিয়ায় যেভাবে তিনি জনপ্রিয়তা কুড়োচ্ছেন এবং শাহরুখের ছেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চাকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে দুই পরিবার, তাতে একে পাবলিসিটি স্টান্ট হিসেবেই ভাবছেন অনেকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement