Advertisement
Advertisement

Breaking News

জানেন, কাকে নিজের সম্পত্তি দিয়ে যেতে চান অমিতাভ?

প্ল্যাকার্ড বিপ্লবে শামিল বিগ বিও।

 Amitabh Bachchan to divide wealth equally between Daughter Shweta And Son Abhishek
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 2, 2017 5:53 am
  • Updated:January 11, 2021 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্তা নিয়ে যতই বিতর্ক হোক, প্ল্যাকার্ড এখন তার চেয়েও বেশি জনপ্রিয়৷ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়৷ টুইটার থেকে ফেসবুক সবেতেই এখন প্ল্যাকার্ডে মনের কথা লেখার চল বেড়েছে৷ প্ল্যাকার্ডের এই বিপ্লবে এবার সামিল হলেন স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চন৷

OMG! মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ল সাঁইবাবার অবয়ব!

Advertisement

না কোনও প্রতিবাদ নয়, সিনিয়র বচ্চন প্ল্যাকার্ড নিয়ে টুইটারের পোজ দিয়েছেন ছেলে-মেয়ের সমানাধিকারের জন্য সোচ্চার হতে৷ শুরুটা নিজেকে দিয়েই করেছেন৷ লিখেছেন, তাঁর অবর্তমানে যে সম্পত্তি ও ঐতিহ্য তিনি ছেড়ে যাবেন সেই সবের সমান অধিকার পাবে তাঁর ছেলে ও মেয়ে৷ নিজের এই বার্তাটি লিখে হ্যাশট্যাগ দিয়েছেন #WeAreEqual এবং #GenderEquality৷

মুক্তি পেল সরকার ৩-এর ট্রেলার

লেখালেখির অভ্যাস তাঁর বহুকালের৷ আর নিজের মতামত ব্যক্ত করার জন্য সোশ্যাল মিডিয়াকেও বহুবার ব্যবহার করেছেন অমিতাভ৷ আর বেশিরভাগ সময়ই নিজের পাশে পেয়েছেন অনুরাগীদের৷ এবার তাঁদের মধ্যেই নারী-পুরুষের সমান অধিকারের বার্তা ছড়িয়ে দিলেন তিনি৷

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement