Advertisement
Advertisement

আপসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আর্জি বিগ বি’র

দেশের মহিলাদের কাছে অমিতাভের আবেদন, ‘আব সমঝোতা নেহি’৷

Amitabh Bachchan Brings a this Heart-Wrenching Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 12:06 pm
  • Updated:September 15, 2016 12:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী হাতে তরবারি নিয়ে যত বড়ই যুদ্ধ জয় করুক না কেন, সমাজের রক্তচক্ষু আজও তাঁর পোশাক পরিমাপে ব্যস্ত৷ ব্যস্ত তাঁর ‘ব্যভিচার’-এর তালিকা তৈরি করতে৷ লিঙ্গভেদে আজও বেশিরভাগ ক্ষেত্রে ‘সমঝোতা’র যাবতীয় দায় নারীকেই বহন করতে হয়৷ এর বিরুদ্ধেই এবারে সোচ্চার হলেন বলিউডের শাহেনশা৷ মুখে তাঁর একটাই স্লোগান, ‘আব সমঝোতা নেহি’৷

Advertisement

ক’দিন আগেই চিঠি লিখে দুই নাতনিকে বার্তা দিয়েছিলেন৷’নিজের বিচারবুদ্ধি বিবেচনা অনুযায়ী যেটা ঠিক মনে হবে, সেটাই করবে৷ লোকে কী বলল, তাতে কিচ্ছু এসে যায় না৷’ এবারে সমস্ত নারীকে আপসের বিরুদ্ধে জেহাদ ঘোষণার আহ্বান জানালেন বিগ বি৷ সোচ্চার হলেন সারা দেশে চলতে থাকা লিঙ্গবৈষম্য থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement