সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা ২’র (Pushpa 2) প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলা অনুরাগীর। তাঁর ছেলে এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটা মর্মান্তিক ঘটনার জেরে আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে (Allu Arjun)। একরাত জেলেও কাটাতে হয়েছে। শেষমেশ গত শনিবার কড়া কয়েক শর্তে জামিন পান দক্ষিণী সুপারস্টার। সেই ঘটনার ঠিক এক মাসের মাথায় এবার ৪ জানুয়ারি রামচরণের (Ram Charan) অনুষ্ঠান থেকে ফেরার পথে সেই একই ঘটনার পুনরাবৃত্তি! দুর্ঘটনায় মৃত্যু দুই অনুরাগীর।
আল্লু অর্জুনকে নিয়ে বিতর্কের রেশ এখনও ছাইচাপা আগুনের মতো জ্বলছে। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রবিবার এখন থেকে থানায় হাজিরা দিতে হবে ‘পুষ্পা’কে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তাঁর জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ। যার জেরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। এবার সেই দক্ষিণী সুপারস্টারের ছবি ‘গেম চেঞ্জার’-এর (Game Changer) প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথেই কিনা মৃত্যু হল দুই ভক্তের। ঘটনার জেরে সিনেমার প্রযোজক দিল রাজু শোকপ্রকাশ করে দুই মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। প্রযোজক দিল রাজু জানিয়েছেন, “অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সেই জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, এরকম অনুষ্ঠানের আর কোনও বিকল্প আছে কি না। কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এহেন কোনও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণই দুঃখজনক। আসলে আমি আর রামচরণই এরকম অনুষ্ঠানের জন্যে জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে ওঁদের আত্মার শান্তি কামনা করি। যে কোনওরকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যেই মৃতদের পরিবারে ৫ লক্ষ করে টাকা পাঠিয়েছি।”
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা’ কাণ্ডে আইনি বিপাকে পড়েন আল্লু অর্জুন। তার ঠিক একমাসের মাথায় রামচরণের ২ ভক্তের মৃত্যু। গত ৪ জানুয়ারি, শনিবার রাজামুন্দ্রায় বহু প্রতীক্ষিত ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন কাকিনাড়া জেলার আরাভা মণিকান্তা (২৩) এবং থোকাড়া চরণ (২২)। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ন’টায় বাইকে করে ফেরার পথে এক ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন দুজন। এরপর তাদের পেদ্দাপুরম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুজনকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.