Advertisement
Advertisement

Breaking News

‘কান’-এর পর্দায় থ্রিডিতে কবিগুরুর ‘নটীর পূজা’

১৯৩২ সালে কান ফিল্ম মার্কেটের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন ‘নটীর পূজা’৷ পরের বছরেই কলকাতার নিউ থিয়েটরের ওয়্যারহাউসে আগুন লেগে নষ্ট হয়ে গিয়েছিল রবীন্দ্রসৃষ্ট এই নৃত্যনাট্য আঙ্গিকের চলচ্চিত্রটি৷ ৮৩ বছর পর সেই ‘নটীর পূজা’ পুনরুদ্ধার করে তা পুনর্নির্মান করলেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা কার্ল বরদোস৷

American director's remade Tagore film screened at Cannes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2016 12:43 pm
  • Updated:July 13, 2018 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৩২ সালে কান ফিল্ম মার্কেটের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন ‘নটীর পূজা’৷ পরের বছরেই কলকাতার নিউ থিয়েটরের ওয়্যারহাউসে আগুন লেগে নষ্ট হয়ে গিয়েছিল রবীন্দ্রসৃষ্ট এই নৃত্যনাট্য আঙ্গিকের চলচ্চিত্রটি৷ ৮৩ বছর পর সেই ‘নটীর পূজা’ পুনরুদ্ধার করে তা পুনর্নির্মান করলেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা কার্ল বরদোস৷

জন্মসূত্রে হাঙ্গেরির বাসিন্দা, আমেরিকার শিক্ষাবিদ ও চলচ্চিত্র নির্মাতা বরদোস ‘নটীর পূজা’র নতুন নামকরণ করেন ‘দ্য কোর্ট ডান্সার’৷ নিউ থিয়েটরের ওয়্যারহাউস থেকে নটীর পূজার ধ্বংসাবশেষ উদ্ধার করে তাকেই ত্রিমাত্রিক ও রঙিন দৃশ্যে নতুন করে নির্মান করেন বরদোস৷

Advertisement

Ravi

এই কাজে তাঁকে সাহায্য করেছেন ওলন্দাজ চিত্রগ্রাহক লিওনার্ড রেটেল হেলম্রিচ৷ ‘সিঙ্গল শুট সিনেমা’ প্রযুক্তিতে পুনর্নির্মিত ‘নটির পূজা’র চিত্র গ্রহণ করেন লিওনার্ড৷ সুজাতা আয়ন প্রধানের পরিচালনায় নবনির্মিত ‘দ্য কোর্ট ডান্সার’-এ নাচ করেন ‘নৃত্যলোকের’ শিল্পীরা৷ পুরনো ছবির সাউন্ড ট্র্যাকে নতুন করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন জয়তী চক্রবর্তী৷

নবনির্মিত এই ‘নটির পূজা’ কান চলচ্চিত্র উৎসবে পাড়ি দেওয়ার আগে গত সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়৷ এরপর গন্তব্য বাংলাদেশ৷ নিজের দেশের সর্বত্র এই ছবির প্রচার করার কথাও ভেবেছেন বারদোস৷ তাঁর মতে, রবীন্দ্রনাথ একজন ছিলেন পথপ্রদর্শক চলচ্চিত্র নির্মাতা৷ কবিতা, গান, নাচ, সমন্বিত চলচ্চিত্র তৈরি করে নতুন ধারার সৃষ্টি করেছিলেন তিনি৷ একজন রবীন্দ্রগবেষক হিসাবে তাঁর সৃষ্ট ‘নটির পূজা’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার উৎসাহ কবিগুরুর থেকেই পান বলেও জানান বারদোস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement