Advertisement
Advertisement

Breaking News

Allu Arjun

১৪ দিনের জেল হেফাজত ‘পুষ্পা’ আল্লু অর্জুনের

আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন মৃতার স্বামী।

Allu Arjun sent to 14-day judicial custody over woman’s death in Sandhya theatre
Published by: Sandipta Bhanja
  • Posted:December 13, 2024 4:46 pm
  • Updated:December 13, 2024 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার হায়দরাবাদে গ্রেপ্তার আল্লু অর্জুন। জানা গিয়েছে, দক্ষিণী সুপারস্টারকে চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয়। এই থানাতেই তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিক্যাল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিকে আল্লুর গ্রেপ্তারির খবর শুনেই অভিনেতার কাকা তথা রাজনীতিক পবণ কল্যাণ এবং চিরঞ্জিবী ছুটে যান জুবিলি হিলসের বাড়িতে। ঘটনার জেরে এর আগেই সন্ধ্যা থিয়েটারের মালিক-সহ আরও ২জন গ্রেপ্তার হয়েছিলেন। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা দায়ের হয়েছে আল্লু অর্জুন-সহ সকলের বিরুদ্ধে। এবার ১৪ দিনের জেল হেফাজতে থাকতে হবে দক্ষিণী তারকাকে। অন্যদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওঁর তো কোনও হাত নেই।”

Advertisement

ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে (Pushpa 2 Premier) আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই মর্মান্তিক খবর কানে পৌঁছতেই অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান গুরুতর আহত হয়ে যে হাসপাতালে ভর্তি ছিল, তারও চিকিৎসার দায়ভার নিয়েছেন দক্ষিণী সুপারস্টার। এর পরই হায়দরাবাদে আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই মামলার ভিত্তিতে শুক্রবার তেলেঙ্গানা পুলিশ গ্রেপ্তার করেছে দক্ষিণী সুপারস্টারকে। গ্রেপ্তারির সময়ে বাড়িতেই খোশমেজাজে ছিলেন অভিনেতা। চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন। পরনে টিশার্টে লেখা তাঁরই ব্লকবাস্টার সিনেমার সংলাপ- ‘ফ্লাওয়ার নেহি, ফায়ার হ্যায়…’। সেই পোশাক পরেই পুলিশের সামনে স্ত্রী স্নেহা রেড্ডির গালে চুম্বন করে বাড়ি থেকে বেরলেন। গ্রেপ্তারি নিয়ে উদ্বেগের লেশমাত্র নেই আল্লুর চোখেমুখে। সেই মুহূর্তের ছবি-ভিডিও নেটপাড়ায় ইতিমধ্যেই দাবানল গতিতে ভাইরাল। ‘পুষ্পা ২’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের মাঝে আল্লুর গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় দেশের সিনেদুনিয়া! অনুরাগীদের কাকুতি-মিনতি। আল্লু অর্জুনকে ছেড়ে দেওয়ার আর্জিতে নেটপাড়ায় পোস্টের বন্যা। তাঁদের কথায়, ‘ঝুঁকনা মত পুষ্পা!’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement