Advertisement
Advertisement
Allu Arjun

অবশেষে রাত কাটিয়ে জেল থেকে বেরলেন আল্লু অর্জুন, ছেলেকে দেখে আবেগঘন বাবা

শুক্রবার জেলেই রাত কাটাতে হয় পুষ্পা খ্যাত অভিনেতাকে।

Allu Arjun released after spending night in the jail in stampede case

শনিবার সকালে জেল থেকে বেরলেন আল্লু অর্জুন। ছবি- পিটিআই

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 14, 2024 8:06 am
  • Updated:December 14, 2024 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জেলমুক্তি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের। রাত কাটিয়ে শনিবার সকালে জেল থেকে বেরলেন তিনি।   

পুষ্পা ২ ছবির স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। এই ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় দক্ষিণী তারকাকে। তাঁকে রাখা হয় হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। যদিও কয়েকঘন্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান তিনি। তবে সময় মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছনোয় শুক্রবার গারদেই কাটাতে হয় আল্লু অর্জুনকে। আজ সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় পুষ্পা খ্যাত অভিনেতাকে। ছেলেকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্‌সের বাড়িতে ফিরে  অভিনেতা। তার আগে জেল থেকে বেরনোর মুখে হাত নাড়তে দেখা যায় তারকাকে।  

Advertisement

শুক্রবার দিনভর দক্ষিণী সুপারস্টারের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া – এসব নিয়ে সরগরম ছিল সিনেদুনিয়া। প্রিয় অভিনেতার ‘ঝুকেগা নেহি’ ভঙ্গিকে সামনে রেখেই অনুরাগীরা তাঁর মুক্তির দাবিতে শোরগোল তুলেছিলেন। তাঁর হয়ে সুর চড়ান সহকর্মীরাও। গত ৪ ডিসেম্বর, হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড়ে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কেন খোদ অভিনেতাকে গ্রেপ্তার করা হল? সেই প্রশ্নও ওঠে। তবে এসব কিছুর পর তেলেঙ্গানা হাই কোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে সুপারস্টারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় হাসি ফোটে অনুরাগীদের মুখে। ধৈর্য ধরে তাঁরা অপেক্ষা করতে থাকেন, কখন জেল থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসবেন তাঁদের প্রিয় হিরো। অবশেষে আল্লু অর্জুনের জেলমুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement