Advertisement
Advertisement

আজ রাতে ‘বিগ বস ১০’ না দেখলে কী কী হারাবেন?

আজ রাত ৯টায় কালার্স টিভিতে শুরু হচ্ছে 'বিগ বস ১০'। উদ্বোধনে কী কী চমক থাকছে?

All You Need To Know About Bigg Boss 10
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 5:50 pm
  • Updated:October 16, 2016 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো সে দিন শেষ হল না ‘বিগ বস সিজন ৯’? ভাবতে বসলে তেমনটাই মনে হয়। আসলে বিতর্ক, চমক আর উত্তেজনা মিশিয়ে কম বিনোদন তো আর আমাদের হাতে তুলে দেয়নি বিগ বসের নবম পর্ব। এক পর্দায় ঝগড়া মিটিয়ে শাহরুখ খান আর সলমন খানকে দেখা, কালীমূর্তির সামনে জুতো পরে থাকার জন্য আদালতে মামলা, বাজিরাওয়ের চরিত্র হাতছাড়া হওয়ার জন্য রণবীর সিংকে সলমন খানের সূক্ষ্ম খোঁচা দেওয়া, সলমনকে দীপিকা পাড়ুকোনের প্রেমপ্রস্তাব দেওয়া- কত কত ঘটনা! পাশাপাশি, বিগ বসের অন্তরমহলের চাঞ্চল্য তো ছিলই!

সেই অন্তরমহলের উত্তেজনা এবারেও বজায় থাকবে হামেহাল! সেটুকু বাদ দিলে দশম পর্ব কী কী নিয়ে জমজমাট হতে চলেছে?

Advertisement

হিসেবটা শুরু করা যায় উদ্বোধনী পর্ব দিয়েই। আজ রবিবার, ১৬ অক্টোবর, রাত ৯টায় কালার্স টিভির পর্দায় বিনোদনের জোয়ার আসবে। প্রচুর চমক অপেক্ষা করছে এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দীপিকা পাড়ুকোন। কথা আছে, ‘এক্সএক্সএক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’-এর বিশেষ একটি ট্রেলার এই অনুষ্ঠানে লঞ্চ করবেন দীপিকা আর সলমন।

উদ্বোধনী এই অনুষ্ঠান মাতাতে হাজির থাকবে ‘কমেডি নাইটস বাঁচাও’ গ্যাং আর ‘ঝলক দিখলা যা চ্যালেঞ্জার্স’ দল।

বিশেষ এক পারফরম্যান্সে ধরা দেবেন সলমন খান যা তাঁর জন্য কোরিওগ্রাফ করেছেন রেমো ডি’সুজা।

এটাই বিগ বস-এর একমাত্র পর্ব যেখানে কোনও সেলিব্রিটি থাকছেন না। বলাই যায়, এই শো আক্ষরিক ভাবেই হতে চলেছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল!

প্রতি সপ্তাহের সোম থেকে শুক্র কালার্স টিভির পর্দায় ‘বিগ বস সিজন ১০’ দেখা যাবে রাত সাড়ে ১০টায়। আর শনি-রবি রাত ৯টা থেকে।

জানা গিয়েছে, এবারে শোয়ের পিছনে খরচ করা হয়েছে ১৫০ কোটি টাকা!

এত কিছু চমকের জন্য আপনি তৈরি তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement