Advertisement
Advertisement

Breaking News

আলিয়ার ‘সেক্সবম্ব রুস্তম চ্যালেঞ্জ’ আগুন লাগাল ইন্টারনেটে!

ক্লিক করে দেখে নিন ভিডিও!

Alia Bhatt's Sexbomb Rustom Challenge Set Fire In Internet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 11, 2016 6:07 pm
  • Updated:November 3, 2020 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র আজকের রাতটাই যা বাকি! কাল ভোর হলেই বক্স অফিসে অন্য ছবিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে ‘রুস্তম’।
তবে, ছবি মুক্তির আগেই ‘রুস্তম’ অন্য এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলিউডকে। সেটা বলিউডের কোন তারা কী ভাবে ‘রুস্তম’ এবং অক্ষয় কুমারকে শ্রদ্ধা জানাবেন, তার চ্যালেঞ্জ। দিন কয়েক আগেই যেমন রণবীর সিং বিশেষ এক ভিডিও শুটে চুমুর সঙ্গে চমকে দিয়েছিলেন অক্ষয় কুমারকে। তাঁকে একটা গ্যারাজে দেখা গিয়েছিল নৌবাহিনীর পোশাকে; ছবিতে ঠিক যেমনটা পরে আছেন অক্ষয় কুমার। ‘ছুপা রুস্তম’ রণবীর বেশ কয়েক পাক নেচেওছিলেন সেই ভিডিওয়। আর, ঝড় উঠেছিল ইন্টারনেটে।
তার রেশ ফুরাতে না ফুরাতেই এবার চমকে দিলেন আলিয়া ভাট। তিনিও রণবীরের মতো শুট করলেন এক বিশেষ ভিডিও। পোস্ট করলেন নিজের টুইটার হ্যান্ডেলে। আর, তাঁর ‘সেক্সবম্ব রুস্তম চ্যালেঞ্জ’ দেখতে দেখতে আগুন লাগাল নেট দুনিয়ায়।
কী দেখা যাচ্ছে সেই ভিডিওয়?
‘রুস্তম’-এর টুপি আর হলুদ শাড়িতে দেখা যাচ্ছে আলিয়াকে। নেপথ্যে বাজছে অক্ষয় কুমারেরই ‘মোহরা’ ছবির গান। ‘টিপ টিপ বরসা পানি’। যে গানে একদা সেলুলেয়েড আর দর্শকদের মনে আগুন লাগিয়েছিলেন রবিনা টন্ডন।
আর, আলিয়া? তিনি এবার কী করলেন?
ক্লিক করে দেখে নিন নিচের ভিডিওয়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement