সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ডিপফেক ভিডিয়োর শিকার হলেন আলিয়া ভাট। গত মাসেই তাঁর মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে এআই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল। এবার তঁার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চিকনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন।
জামার হাতায় চিকনের নকশাকে ক্যামেরায় দেখাচ্ছেন। এর আগে একাধিক বলিউড নায়িকার ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি করা অন্য কারও শরীরে বসিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। তা নিয়ে বিতর্কও ছড়িয়েছে। অমিতাভ বচ্চন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছেন এআই-এর সাহাযে্য তৈরি এই ডিপফেক ভিডিও নিয়ে। এবারও আলিয়ার ডিপফেক ভিডিওটি ভাইরাল হতে নেটিজেনদের অনেকেই এআই কতটা বিপজ্জনক তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
জানা গিয়েছে, সমীক্ষা অভতর নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর তরফে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রোফাইলে লেখা, এখানে সমস্ত ভিডিও এআই-এর সাহায্যে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। ইতিমধ্য ভিডিওটি ১৭ মিলিয়ন দর্শক দেখেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.