Advertisement
Advertisement

Breaking News

শাহরুখ-আলিয়ার ‘ডিয়ার জিন্দেগি’র ফার্স্ট লুক

অপেক্ষা অনেকদিন ধরেই ছিল৷ পঞ্চাশ ছোঁয়া শাহরুখের সঙ্গে সদ্য কুড়ি পার হওয়া আলিয়ার জুটি কেমন হবে দেখতে৷

Alia Bhatt, Shah Rukh Khan share Dear Zindagi’s first look, see pic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 8:44 pm
  • Updated:November 3, 2020 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষা অনেকদিন ধরেই ছিল৷ পঞ্চাশ ছোঁয়া শাহরুখের সঙ্গে সদ্য কুড়ি পার হওয়া আলিয়ার জুটি কেমন হবে দেখতে৷ গৌরী শিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’তে কেমনই বা হবে দুই অসমবয়সী তারকার রসায়ন৷ উত্তর দিলেন আলিয়া স্বয়ং৷ টুইটারে নিজের নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ করে৷ ছবিতে এসআরকের সঙ্গে বেশ ভালই মানিয়েছে ভাট কন্যাকে৷

CnuLmOLWgAAi3GU

Advertisement

সঙ্গে বাড়তি পাওনা কিছু কার্টুন ভার্সান৷ যাতে রয়েছে জীবন নিয়ে কিছু প্রশ্নোত্তর৷

CnulTFgUsAA6uNF

‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীকে কামব্যাক করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পরিচালক গৌরী শিন্ডে৷ সাধারণ মহিলার এক কাহিনীকে করে তুলেছিলেন অসাধারণ৷ এবারেও তাঁর ছবিতে শাহরুখ-আলিয়াকে ব্যতিক্রমী আন্দাজেই দেখা যাবে৷ ফার্স্ট লুকেই মিলল সেই আভাস৷ সেই সঙ্গে বলিউডের হাতেখড়ি হল নতুন জুটির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement