Advertisement
Advertisement

Breaking News

সংসার গুছিয়ে হলিউডে পাড়ি দিচ্ছেন আলিয়া!

দেখতে দেখতে কেমন পরিণত হয়ে গেল সে দিনের ছোট্ট মেয়েটা, না?

Alia Bhatt Is Now Ready To Step Her Feet In Hollywood
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 12:16 pm
  • Updated:November 3, 2020 8:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই যে মাস কয়েক আগেই শোনা যাচ্ছিল আলিয়া ভাটের ব্রেক-আপ হয়ে গিয়েছে? তিনি আর সিদ্ধার্থ মালহোত্রা চলে গিয়েছেন পরস্পরের থেকে অনেকটা দূরে?
কার্যত কিন্তু আলিয়া সিদ্ধার্থের হাত ধরেই পাড়ি দিলেন বলিউড থেকে অনেক দূরে। সোজা লন্ডনে!
তবে, পুরোপুরি এই ছুটি জুটির একার নয়। আলিয়া সেখানে বগলদাবা করে নিয়ে গিয়েছেন তাঁর প্রাণের বন্ধু আকাঙ্ক্ষা রাজনকেও!

alia3_web

Advertisement

ছুটিতে আলিয়া ভাট, আকাঙ্ক্ষা রাজন আর সিদ্ধার্থ মালহোত্রা

নিভৃতির মাঝে এমন বাধা কেন তৈরি করে রেখেছেন আলিয়া?
বলিউড বলছে, এখনও না কি সামান্য হলেও তিক্ততা রয়ে গিয়েছে আলিয়া আর সিদ্ধার্থর মাঝে। তাই যদি ঝগড়া বেধে যায়, সেই জন্য একজন বন্ধুকে হাতের নাগালে রেখেছেন দুজনেই!

alia1_web

অন্তরঙ্গ মুহূর্তে আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা

অবশ্য, একটা ব্যাপার স্পষ্ট, আলিয়া আর সিদ্ধার্থ দুজনেই প্রাণপণ চেষ্টা করে চলেছেন সম্পর্কটাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার। আলিয়াও ফের শুরু করেছেন সিদ্ধার্থর সঙ্গে থাকা। লন্ডন থেকে ফিরে সিদ্ধার্থর অ্যাপার্টমেন্টেই গিয়ে উঠবেন তিনি। মাঝে মাঝে থাকবেন নিজের বাড়িতেও, যেমনটা তিনি আগে করছিলেন!
তো, এই ছুটের মাঝেই দুটো জিনিস স্পষ্ট করে দিয়েছেন আলিয়া। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি এবার প্রেমের সম্পর্কটার দিকে একটু মন দিতে চান। একটু ভাল করে গুছিয়ে নিতে চান তাঁর আর সিদ্ধার্থর লিভ-ইনের সংসার।

alia2_web

অন্তরঙ্গ মুহূর্তে আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা

তার পর?
বলাই বাহুল্য, কেরিয়ার! তবে এই কাজের ব্যাপারে একটা ছক্কা হাঁকিয়েছেন আলিয়া। মুচকি হেসে কবুল করেছেন, হয়তো পরের প্রোজেক্টেই তাঁকে হলিউডের ছবিতে দেখতে পাবেন সবাই!
মন্দ কী! আগে ব্যক্তিগত সম্পর্ক আর তার পরে কাজ- দুটোই তো সুন্দর সামলে নিয়েছেন তিনি!
দেখতে দেখতে কেমন পরিণত হয়ে গেল সে দিনের ছোট্ট মেয়েটা, না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement