Advertisement
Advertisement

Breaking News

রণবীরের জন্মদিনে কী উপহার দিলেন আলিয়া? দেখুন সেই ছবি

ইনস্টাগ্রামে রণবীরকে ‘সানশাইন’ বলেন আলিয়া৷

Alia bakes cake in Ranbeer Kapoor's birthday
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2018 8:57 pm
  • Updated:October 27, 2020 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৬ বছর বয়সে পা রাখলে রণবীর কাপুর৷ জীবনে আর এক বসন্ত পার করে ফেললেন তিনি৷ এখন আবার তাঁর জীবনে নতুন মানুষের উপস্থিতি৷ তাই তাঁর এ বছরের জন্মদিন যে একটু স্পেশ্যাল হবে তা বলাই যায়৷ গোটা দিন প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটালেন রণবীর। সেই বন্ধু আলিয়া৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেন অভিনেত্রী৷ বার্থডে বয়কে ‘সানশাইন’ বলেও উল্লেখ করেছেন তিনি৷

[বাথরুমের ভিডিও শেয়ার করে এ কী বললেন রাখি?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy Birthday Sunshine 🌞🎂

Advertisement

A post shared by Alia ✨⭐️ (@aliaabhatt) on

[আমিরের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ভয় পান, স্বীকারোক্তি অমিতাভের]

‘কাছের’ মানুষের জন্মদিনে নিজের হাতে কেক বানান আলিয়া৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছে পৌঁছে দেন তিনি৷

রণবীরের মা নীতু কাপুর যদিও জন্মদিনে নিজের ছেলেকে ফ্রেন্ড, ফিলোজফার বলেও উল্লেখ করেন৷ ইনস্টাগ্রামে সেই ছবিও দেন তিনি৷

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Happy 🎂 to my Friend Philosopher an Guide ❤️ loads of love and duas ❤️ #lovehim #bestintheworld #wise happy birthday @rimosky ❤️😘

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

[করণের সঙ্গে কফির আড্ডায় প্রথম পর্বে আসছেন কোন অভিনেত্রী?]

একসময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম জড়িয়েছিল রণবীরের৷ তা নিয়ে বলিপাড়ায় কম গুঞ্জন হয়নি৷ তবে এখন তাঁর সঙ্গে আলিয়া ভাটের নামই দেখা যায়৷ একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় দুজনকে৷ পার্টিতেও দুজন দুজনকে নিমন্ত্রণ জানাতে ভোলেন না৷ করণ জোহর ইনস্টাগ্রামে সম্প্রতি সেই ছবি শেয়ারও করেন৷ সেখানে যদিও ছিল চাঁদের হাট৷ কিং খান থেকে মিস্টার পারফেকশনিস্ট, দীপিকা থেকে আলিয়া দেখা গিয়েছিল সকলকেই৷ আপাতত অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ও রণবীর৷ শোনা যাচ্ছে, বছর দুয়েক পরেই নাকি গাঁটছড়াও বাঁধতে পারেন দুজনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement