Advertisement
Advertisement

Breaking News

জীবনের প্রথম জাতীয় পুরস্কারে আপ্লুত অক্ষয়

স্বামীর স্বীকৃতি টুইঙ্কল কী বললেন জানেন?

Akshay Kumar’s reaction after winning national award for Rustam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 3:06 pm
  • Updated:October 27, 2020 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার যখন শুরু করেছিলেন অভিনয় নয় অ্যাকশনের জন্য তাঁকে চিনতেন সিনেপ্রেমীরা৷ সময়ের সঙ্গে পাল্টেছেন অনুরাগীদের সেই চিন্তার ধারা৷  বলিউডের মাটিতে অভিনেতা হিসেবে তিলে তিলে গড়ে তুলেছেন নিজেকে৷ এখন অক্ষয় কুমার মানেই হিট মেশিন৷ কিন্তু বলিউডের পুরস্কারের তালিকায় কেন কে জানে হামেশাই ব্রাত্য থেকে গিয়েছেন আক্কি৷ সম্প্রতি অ্যাওয়ার্ড ফাংশনগুলিতে যাওয়াই প্রায় ছেড়ে দিয়েছিলেন তিনি৷ শুধু কোনও পেশাগত যোগসূত্র থাকলেই দেখা যেত তাঁকে৷

[দেশাত্মবোধক দৃশ্য বাদ দিলে পাকিস্তানে মুক্তি পাবে না ‘দঙ্গল’: আমির]

Advertisement

বি-টাউনের পুরস্কার মঞ্চ গুলিতে ব্রাত্য থেকে গেলেও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা পেলেন বলিউডের খিলাড়ি৷ পেলেন সেরা অভিনেতার জাতীয় স্বীকৃতি৷ দেরীতে এসেছে, কিন্তু সেরাটা এসেছে এটা সবচেয়ে বড় পাওনা অক্ষয়ের কাছে৷ সেই পাওনার অনুভূতিই ভিডিওর মাধ্যমে ভাগ করে নিলেন নিজের অনুরাগীদের সঙ্গে৷

এতদিনে বলিউডের মঞ্চে তেমনভাবে স্বীকৃতি না পাওয়ার খেদ একটু হলেও শোনা গেল অক্ষয়ের মুখে৷ কিন্তু তার চেয়েও বেশি জাতীয় স্বীকৃতি পেয়ে খুশি ‘রুস্তম’৷ পরিবারই তাঁর কাছে সবচেয়ে আগে৷ তাই খুশির এই দিনটি পরিবারকেই উৎসর্গ করলেন অভিনেতা৷ আর সবচেয়ে বেশি ক্রেডিট দিলেন স্ত্রী টুইঙ্কল খান্নাকে৷ স্বামীর এ প্রাপ্তিতে আপ্লুত মিসেস ফানি বোনসও৷ টুইট মারফত তিনি জানিয়েছেন, অক্ষয়ের এই সম্মানে গর্বিত তিনি৷ হাসবেন না কাঁদবেন ঠিক করে উঠতে পারছেন না৷

[দু’টো স্কুলের খরচ জোগান শহরের এই ট্যাক্সিচালক]

জাতীয় পুরস্কার জুটেছে সোনম কাপুরের ‘নীরজা’র ঝুলিতেও৷ সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে পরিচালক রাম মাধবানির এই ছবি৷ ঘটনাচক্রে সোনমের সঙ্গে এই মুহূর্তে শুট করছেন আক্কি৷ নিজের সেলিব্রেশনের ভিডিওতে তাই সহ অভিনেত্রীর নাম করতেও ভোলেননি৷ অক্ষয়ের এই সাফল্যে গর্বিত চলচ্চিত্র মহল করণ জোহর, আলিয়া ভাট থেকে বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও৷

[মহরমে অস্ত্র নিয়ে খেললে মুসলিমরা গ্রেপ্তার হবেন না কেন, সরব বিজয়বর্গীয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement