Advertisement
Advertisement

মাঝগঙ্গায় ভোকাট্টার পাল্লায় অক্ষয়

ক্লিক করে দেখুন খিলাড়ির প্যাঁচের খেলা৷

Akshay Kumar’s kite flying session on the banks of Ganga
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 7:07 pm
  • Updated:October 27, 2020 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘলা দিনে কমে গিয়েছিল বাইরের আলো৷ ক্যামেরাম্যান বলে দিলেন এই আলোতে আর ‘জলি এল এল বি ২’র শুটিং করা যাবে না৷ ব্যস, কলাকুশলীদের সঙ্গে নৌকো বিহারে বেরিয়ে পড়লেন অক্ষয়৷

হঠাৎ সবার চোখে পড়ল সূতো কেটে গঙ্গায় পড়ছে একটা কালো ঘুড়ি৷ একটু চেষ্টা করতেই চলে এল হাতের নাগালে৷ ঘুড়ি হাতে পেয়েই যেন ছেলেবেলায় ফিরে গেলেন বলিউডের খিলাড়ি৷ মাঝগঙ্গায় নৌকা থেকেই শুরু হয়ে গেল ঘুড়ি ওড়ানোর পালা৷ নিজের ঘুড়ি ওড়ানোর আনন্দ সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন আক্কি৷

Advertisement

পেটকাঠি না চাঁদিয়াল, অত দূর থেকে ঠিক বোঝা গেল না৷ খালি দেখা গেল নিচের বয়ে চলা গঙ্গাকে অবজ্ঞা করে আকাশে উড়ে চলেছে কালো ঘুড়িটা৷ সূতো হাতে নৌকায় দাঁড়িয়ে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার৷ গঙ্গা কিনারে শুটিংয়ের অবসরে এভাবেই সময় কাটাচ্ছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement