Advertisement
Advertisement

‘কেসরি’র সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অক্ষয়

যুদ্ধের দৃশ্য শুট করতে গিয়েই লাগে আগুন।

Akshay Kumar starrer Kesari caught fire, no casualty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 25, 2018 11:47 am
  • Updated:October 27, 2020 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুন লাগল অক্ষয় কুমারের ‘কেসরি’র সেটে। মঙ্গলবার রাতের দিকে এক অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুনে সেটের অনেকাংশ পুড়ে গিয়েছে। তবে বরাত জোরে রেহাই পেয়েছেন অক্ষয় কুমার। কারণ ঘটনার অল্প আগেই শুট শেষ করে ফ্লোর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অভিনেতা। অন্য কেউ আহত হওয়ার খবরও মেলেনি।

[পর্দায় ‘বাস্তব’-এর খলনায়ক, প্রকাশ্যে ‘সঞ্জু’র ট্রেলার]

Advertisement

১৮৯৭ সালে ১০ হাজার আফগান সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন ব্রিটিশ আর্মির ৩৬তম রেজিমেন্টের (বর্তমান ভারতীয় সেনার চতুর্থ ব্যাটেলিয়ন) ২১ জন শিখ জওয়ান। হার নিশ্চিত জেনেও প্রাণ থাকতে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি তাঁরা। বরং কড়া টক্কর দিয়েছিলেন হাজার হাজার আফগান সৈন্যদের। ইতিহাসের এই বীরত্বের গাথাই পর্দায় তুলে ধরছেন অক্ষয়। ছবির পরিচালক অনুরাগ সিং। রয়েছেন পরিণীতি চোপড়াও। এদিন মহারাষ্ট্রের একটি স্টুডিওতে ছবির শেষ পর্যায়ের শুটিং চলছিল। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল মঙ্গলবার। ঘটনার কিছুক্ষণ আগেও অক্ষয় শুটিং করছিলেন। তবে নায়কের ভাগের কাজ শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি মুম্বইয়ের দিকে রওনা দিয়েছিলেন।

[‘ধর্ষণ করে ফেলে দেয় না, খাবারও জোগায় বলিউড’, বিস্ফোরক মন্তব্য সরোজ খানের]

এরপরও যুদ্ধের কয়েকটি দৃশ্যের শুটিং বাকি ছিল। তাই চলছিল। এর জন্য বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তা থেকেই আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকে। ভাগ্যক্রমে আগুন নেভানোর সরঞ্জাম ফ্লোরেই উপস্থিত ছিল। তা দিয়ে আগুন নেভানো হয়। তবে ততক্ষণে সেটের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছিল। ক্ষতির পরিমাণ ঠিক কতটা, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

 

[অমিতাভের কাঠুয়া প্রতিক্রিয়ার সমালোচনা করে পালটা কটাক্ষের শিকার পূজা ভাট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement