Advertisement
Advertisement

ময়দানের লড়াই আর বাঙালির দেশপ্রেম, ‘গোল্ড’-এর ট্রেলারে মেশালেন অক্ষয়

রুপোলি পর্দায় সোনার ইতিহাস, দেখুন ট্রেলার৷

Akshay Kumar starrer ‘Gold’ trailer out
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 12:57 pm
  • Updated:June 25, 2018 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা থেকে দেশের রাজধানী সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা৷ বাঙালির দেশপ্রেমের আঁচ সইতে পারেনি গোরারা৷ আর সে আঁচ টের পাওয়া গিয়েছিল ময়দানি লড়াইয়ে, যেদিন গোরাদের হারিয়ে দিয়েছিলেন শিবদাস ভাদুড়ির মোহনবাগান৷ সেই বাঙালির দেশপ্রেম আর ময়দানি সংগ্রামের ইতিবৃত্ত এই নতুন সময়েও ফিরিয়ে আনলেন বলিতারকা অক্ষয় কুমার৷ তবে এবার গল্পটা একটু অন্যরকম৷

[  অর্গ্যাজমের দৃশ্যে কেন লতার গান? করণের উপর ক্ষুব্ধ মঙ্গেশকর পরিবার ]

Advertisement

এক পাগল বাঙালি তপন দাস৷ যাঁর স্বপ্ন, স্বাধীন ভারত অলিম্পিকের মাঠে সোনা জিতে আনবে৷ শুধু খেলার স্বীকৃতি নয়৷ গোরাদের দেশে গোরাদের হারিয়ে দু’শো বছরের গোলামিরও জবাব দেওয়া হবে৷ লড়াই আবার ময়দানে৷ গোলা-বারুদ নয়৷ হাতে হকি স্টিক৷ এ স্বপ্নই দেখতেন তিনি৷ তবে সব স্বপ্নই যে সহজে সম্ভব হবে তা তো নয়৷ সামনে এসে দাঁড়ায় বহু প্রতিকূলতা৷ কিন্তু ইতিহাস বলছে, স্বাধীন ভারত সোনা জিতেছিল৷ অর্থাৎ স্বপ্ন থেকে সাফল্যের দিকে যাত্রাপথ আছে৷ সেই পথই অনুসরণ করছে চিত্রনাট্যকার পরিচালক রিমা কাগতি৷ আর ফের দেশপ্রেমের পতাকা উড়িয়ে রুপোলি পর্দায় হাজির হচ্ছেন অক্ষয় কুমার৷ তাঁর সাম্প্রতিক ছবি ‘গোল্ড’-এর ট্রেলারেই তা স্পষ্ট৷

[  অনুষ্কার ধমক নাপসন্দ, বিরুষ্কাকে আইনি নোটিস ধরালেন আরহান ]

সত্যি ঘটনা৷ তবু সময় পেরলে তা রূপকথা কিংবা গল্পের মতো শোনায়৷ ১৯৪৮-এর সামার অলিম্পিকে লন্ডনে ভারতের সোনা জয়ের ঘটনাও তাই উঠে এসেছে বলিউডি চিত্রনাট্যে৷ সিনেমার ভাষা মেনেই তাতে ঘাত-প্রতিঘাত আছে৷ ভেঙে পড়া ও উত্তরণ আছে পাশাপাশি৷ তবু আছে৷ আছে এক বাঙালির দেশপ্রেম, লড়াই আর সংগ্রামের কথা৷ দেশের স্বীকৃতির জন্য এক বাঙালির মরনপণ জেদই যে শেষমেশ সোনা ফলাতে পেরেছিল, সেই অকথিত কাহিনিই তুলে এনেছেন অক্ষয়৷ সঙ্গে আছেন কুণাল কাপুর, মৌনি রায়রাও৷ রুপোলি পর্দায় সোনার ইতিহাসের অপেক্ষায় দেশবাসী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement