Advertisement
Advertisement

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর পাশে অক্ষয়, ৫ লক্ষ টাকা দিলেন অভিনেতা

পেয়েছেন চাকরির প্রস্তাবও৷

Akshay Kumar stands by acid attack survivor Laxmi Agarwal
Published by: Sayani Sen
  • Posted:September 21, 2018 10:38 am
  • Updated:September 21, 2018 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৈশোরের গণ্ডি পেরোতে না পেরোতেই শুরু হয়েছিল জীবন সংগ্রাম৷ এক যুবকের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল স্কুল পড়ুয়া লক্ষ্মী আগরওয়াল৷ সেটাই ছিল তাঁর ‘অপরাধ’৷ শাস্তিও জুটেছিল কপালে৷ প্রত্যাখ্যানের জবাবে ওই যুবক লক্ষ্মীর মুখে ছুঁড়ে দিয়েছিল অ্যাসিড৷ তারপর থেকে জীবন সাক্ষী নানা উত্থান-পতনের৷ পাড়া-প্রতিবেশীর কানাঘুসো, রক্তচক্ষু এড়িয়ে এগিয়ে চলেছেন লক্ষ্মী৷ প্লাস্টিক সার্জারির পর আবারও জীবন স্বাভাবিক ছন্দে ফেরেন তিনি৷ লক্ষ্মী ‘চানভ ফাউন্ডেশন’ নামে এনজিও’র পক্ষে মহিলাদের অ্যাসিড আক্রমণের বিরুদ্ধে এবং যেসব আক্রান্ত মহিলারা জীবন ফিরে পাচ্ছেন তাঁদের পুনর্বাসনের জন্য ভারতজুড়ে কাজ করতেন লক্ষ্মী৷ প্রায় বছরখানেক ধরে কর্মহীন লক্ষ্মী৷ অর্থ সংকটে ভুগছিলেন তিনি৷ স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের কন্যাসন্তান ও মায়ের খরচ জোগাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন লক্ষ্মী৷ কী করবেন ভেবেই পাচ্ছিলেন না তিনি৷

[নেটদুনিয়ায় দ্বিগুণ হবে ‘হইচই’, আসছে ধামাকেদার সেকেন্ড সিজন]

বিপদের দিনে লক্ষ্মীর পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার৷ পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেন তিনি৷ অক্ষয়ের পথ ধরেই বহু মানুষ এগিয়ে এসেছেন লক্ষ্মীর পাশে৷ অন্তত দু’শো জন ফোন করেছিলেন ওই মহিলাকে৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর৷ কেউ লক্ষ্মীকে দশ হাজার টাকা আর্থিক সাহায্য করেছেন৷ আবার কেউ দিয়েছেন পনেরো হাজার টাকা৷ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা সাহায্য পেয়েছেন তিনি৷ তিনি বলেন, ‘‘বিপদের দিনে একা লাগছিল৷ কিন্তু এভাবে সবাইকে পাশে পেয়ে নতুন করে আবারও লড়াইয়ের সাহস পেলাম৷’’

Advertisement

[ধর্মীয় ভাবাবেগে আঘাত করেনি ‘মনমর্জিয়াঁ’, টুইটে ক্ষমাপ্রার্থী অনুরাগ]

পূর্ব দিল্লির লক্ষ্মীনগরের বাসিন্দা লক্ষ্মী যে শুধু অর্থ সাহায্যেই পেয়েছেন তা নয়৷ এর পাশাপাশি চব্বিশ ঘণ্টায় বহু চাকরিরও প্রস্তাব পেয়েছেন তিনি৷ বিউটিশিয়ান কোর্স পাশ করেছিলেন লক্ষ্মী৷ তিনি বলেন,‘‘একটি মেকআপ অ্যাকাডেমি থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি৷ ওই সংস্থা আমার মেয়ের পড়াশোনার খরচ চালানোরও দায়িত্ব নিতে চায়৷ একটি গয়না প্রস্তুতকারক সংস্থাও আমার মেয়ের পড়াশোনার খরচ চালাতে চায়৷’’ যাঁদের কাছ থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন তাঁদের সকলের সঙ্গেই দেখা করবেন বলেও জানিয়েছেন লক্ষ্মী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement