Advertisement
Advertisement

সমকামী চরিত্রে অভিনয় করে গর্বিত অক্ষয়

জনপ্রিয়তা পেলে এই ধরণের চরিত্র করতে কোনও আপত্তি নেই তাঁর৷

Akshay Kumar Feels Proud Of His Gay Character From ‘Dishoom’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 4, 2016 4:59 pm
  • Updated:October 27, 2020 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের এতটা বছর পেরিয়ে এসেছেন৷ কখনও অ্যাকশন স্টার, কখনও কমিক অ্যাক্টর, কখনও বা ইন্টেন্স অভিনেতা৷ সব ধরনের চরিত্র করেছেন৷ তবে ‘ঢিসুম’-এ প্রথমবার এক সমকামীর চরিত্র ফুটিয়ে তুলতে পেরে গর্বিত বলিউডের খিলাড়ি, অক্ষয় কুমার৷

জন আব্রাহাম ও বরুণ ধাওয়ানের ‘ঢিসুম’ মাত্র ছয় দিনেই বক্স অফিসে ৫০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে৷ অনেকেই এর জন্য অক্ষয় কুমারের এই স্পেশ্যাল ক্যামিওকে কারণ মনে করছেন৷ দর্শকদের তাঁর এই বিশেষ চরিত্র পছন্দ হওয়ায় বেজায় খুশি আক্কি৷ সবাইকে জানিয়েছেন ধন্যবাদ৷

Advertisement

সমকামী ব্যক্তির চরিত্রে অভিনয় করার আগে একবারও তিনি ভাবেননি বলে জানিয়েছেন বলিউডের রুস্তম৷ বরং এই রকমই প্রতিক্রিয়াই যে পাবেন, সে বিষয়ে নিশ্চিত ছিলেন৷ অক্ষয় মনে করেন, কে কেমনভাবে নিজের জীবন যাপন করবে, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত বিষয়৷ যদি তাঁর করা চরিত্র সমকামীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে৷ তাহলে এমন চরিত্র কোনও আপত্তি নেই বলে জানান খিলাড়ি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement