Advertisement
Advertisement

Breaking News

করণের ছবির অপপ্রচারে কেআরকে-কে ঘুষ অজয়ের!

কামালকে শিখন্ডি করে বলিপাড়ার দুই বড় প্রযোজক সংস্থার তরজা যে তুঙ্গে তা বলাই বাহুল্য৷

Ajay Devgn vs KRK, did Karan Johar allegedly pay Rs 25 lakh to speak in favour of ADHM?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 9:20 pm
  • Updated:September 2, 2016 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিমুক্তিকে কেন্দ্র করে বলিপাড়ার তরজা যে কোন পর্যায়ে যেতে পারে তা দেখা গেল কামাল আর খানের সৌজন্যে৷ তাঁকে মাঝখানে রেখে যুযুধান দু’জন হলেন অজয় দেবগণ ও করণ জোহর৷ একজনের ছবি ‘শিবায়’, অন্যজনের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে চলেছে একই দিনে৷ আগামী ২৮ অক্টোবর সেই মুক্তিকে ঘিরেই প্রযোজকদের জলঘোলার বাস্তব চিত্রটি উঠে এল কামাল আর খানের সূত্রেই৷

স্বঘোষিত এই চিত্র সমালোচকের মন্তব্যে এমনিতেই নানা বিতর্ক দেখা দেয়৷ কিন্তু যতই সমালোচিত হোন না কেন, নেটদুনিয়ায় তিনি যে তুমুল জনপ্রিয় তা নিয়ে  কোনও সন্দেহ নেই৷ এই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে নিজেদের ছবির প্রমোশন করতে চান প্রযোজকরা৷ শুধু নিজেদের ছবির প্রমোশনই নয়, অন্যের ছবির নেতিবাচক প্রচারেও কাজে লাগানো হয় তাঁকে৷ দুর্মুখ বলে খ্যাত এই কামাল আর খানকেই নাকি শিবায় ছবির নেগেটিভ প্রচারে কাজে লাগিয়েছিলেন করণ জোহর৷ এমনটাই অভিযোগ আনেন অজয় দেবগণ৷ একটি ভিডিও ফাঁস করে তিনি সকলের সামনে ছবিটি তুলে ধরেন৷ ভিডিওতে কামালের বক্তব্য অনুযায়ী, ‘শিবায়’র নেগেটিভ প্রচারের বরাত তাঁকে দিয়েছিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রযোজক করণ জোহরই৷

Advertisement

কিন্তু এ কাহিনীর এখানেই শেষ নয়৷ অভিযোগের উত্তরে একশো আশি ডিগ্রি ঘুরে কামালের জবাব, করণ তাঁকে কোনও টাকা দেননি৷ বরং অজয়ই তাঁকে শিবায় ছবির প্রমোশন করার জন্য টাকা দিতে চেয়েছিলেন৷ এ অভিযোগের উত্তরে আবার অজয় এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, পুরো ঘটনা তদন্ত করে দেখা হোক৷ নিজের ফিল্মি কেরিয়ার ও পারিবারিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি জানিয়েছেন, এরকম কোনও কাজ তিনি করতে পারেন না৷

কে কাকে ঘুষ দিয়েছে কার ছবির নেতিবাচক প্রচারে, তা আপাতত স্পষ্ট নয়৷ তবে কামালকে শিখণ্ডী করে বলিপাড়ার দুই বড় প্রযোজক সংস্থার তরজা যে তুঙ্গে তা বলাই বাহুল্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement