Advertisement
Advertisement

Breaking News

সরকারি বাসে চলল ‘আইয়ারি’ ছবির পাইরেটেড কপি, হতবাক পরিচালক

বোঝো কাণ্ড!

‘Aiyaary’ pirated version played in tourist bus
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 20, 2018 7:43 pm
  • Updated:February 20, 2018 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীরজ পাণ্ডের ছবি ঘিরে সবসময়ই সিনেপ্রমীদের প্রত্যাশা থাকে অনেকটাই। কিন্তু তাঁর সদ্য মুক্তি পাওয়া ‘আইয়ারি’ সেই প্রত্যাশার শিখরে পৌঁছতে পারেনি। ফলে বক্স অফিসে প্রথম তিনদিন সেভাবে দাগ কাটতে পারেনি ‘আইয়ারি’। তবে ছবির নির্মাতারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছবিটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায়। ফলে অবলীলায় ডাউনলোড করে সে ছবি দেখে নিতে পারছেন যে কেউ। আর পর্যটকদের মনোরঞ্জনের জন্য ট্যুরিস্ট বাসেই এবার চালিয়ে দেওয়া হল চুরি করে ডাউনলোড করা ‘আইয়ারি‘।

[নীরব-মালিয়ারা তো ফেরার, জানেন একমাত্র কোন ব্যাংকচোর ধরা পড়েছিল?]

হ্যাঁ, এমন খবরই এবার প্রকাশ্যে এসেছে। যা শুনে হতবাক স্বয়ং পরিচালকও। মহারাষ্ট্রের সরকারি পরিবহণ সংস্থার একটি ট্যুরিস্ট বাসে চালানো হয়েছিল ইন্টারনেট থেকে ডাউনলোড করা আইয়ারি ছবিটি। মুম্বই থেকে পুণেগামী বাসের বেশ কিছু যাত্রী বিনামূল্যে নতুন ছবিটি দেখতে পাওয়ায় বেশ খুশিই হন। তবে অনেকেই এভাবে পাইরেটেড ছবি প্রদর্শনে প্রতিবাদ জানান। যাত্রীদের একাংশই সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ফাঁস করে দেয়। খবর ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি। বেআইনিভাবে চুরি করে ডাউনলোড করা ছবি প্রদর্শন করায় বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান ছবির প্রযোজক জয়ন্তীলাল গাড়া। তিনি বলেন, “একটি সরকারি বাসে কীভাবে এমন ঘটনা ঘটে? যদি সরকারই পাইরেসির বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেয়, তাহলে আর কে নেবে? আমাদের তরফে এ ব্যাপারে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

[কটূক্তি করায় যুবককে প্রকাশ্যে চড় মারার হুমকি জারিনের, ভাইরাল ভিডিও]

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়ের দাদার থেকে ৯৭৮৪ নম্বরের শিবনেরী বাসটি পুণের উদ্দেশে রওনা দিয়েছিল। সেই বাসের টিভি-র স্ক্রিনেই দেখানো হয় ছবিটি। তবে এই রুটের বাসে এমন ঘটনা এই প্রথমবার ঘটল না। এর আগেও একাধিক নতুন ছবি বেআইনিভাবে বাসে দেখানো হয়েছে। কিন্তু সেভাবে কোনও তরফেই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement