সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডিয়ার প্রথম পর্বে তাঁর দক্ষতায় মুগ্ধ সকলেই৷ অসাধারণ কৃতিত্বের জন্য মেরিল স্ট্রিপ পুরস্কার দেওয়া হয় রাই সুন্দরীকে৷ আলো ঝলমলে ওয়াশিংটন ডিসিতে এই সম্মাননা জানানো হয় ঐশ্বর্যকে৷ মেয়ে আরাধ্যাকে পাশে নিয়েই মঞ্চে ওঠেন তিনি৷ উদ্যোক্তাদের তরফে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ এরপর ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান রাই সুন্দরী৷
উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডিয়ার সভাপতি পেট্রিনা ডি’ রজারিও বলেন, ‘‘হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের চিন্তাধারা সকলকে অনুপ্রাণিত করতে বাধ্য৷ তিনি সব সময় নারীদের এগিয়ে আসার কথা বলতেন৷’’ তাঁর অবদানে অনুপ্রাণিত হয়েই উইমেন ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডিয়ায় পুরস্কার দেওয়া হয় ঐশ্বর্যকে৷
কালো পোশাকে সেজে উঠেছিলেন ঐশ্বর্য৷ মেয়ে আরাধ্যা সেজেছিল গোলাপি রংয়ের পোশাকে৷ মেয়েকে নিয়ে মঞ্চে উঠে হলিউডের বিশেষ সম্মাননা নেন রাই সুন্দরী৷ ইনস্টাগ্রামে আরাধ্যাকে নিয়ে ছবিও পোস্ট করেন ঐশ্বর্য৷ তিনি লেখেন, ‘‘আমার আরাধ্যা, তুমি আমাকে পূর্ণতা দাও৷’’ অনুষ্ঠানে ছিলেন তাঁর মা বৃন্দা রাইও৷ সেই ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন বচ্চন পরিবারের বধূ৷ গোটা দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন রাই সুন্দরীর অনুরাগীরা৷ ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে মেরিল স্ট্রিপ পুরস্কার জেতার আনন্দ প্রত্যেকের সঙ্গে ভাগ করে নেন তিনি৷ ঐশ্বর্য ওই পোস্টে লেখেন, ‘‘ভারত ও বিশ্বব্যাপী আমার সকল শুভাকাক্ষীকে আমার অনুপ্রেরণা ও শক্তি হয়ে ওঠার জন্য জানাই অনেক শুভেচ্ছা৷ ঈশ্বরের আশীর্বাদ ও ভালবাসা৷’’
‘মনমর্জিয়া’ সিনেমা নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন অভিষেক৷ হাজারও ব্যস্ততার মাঝে স্ত্রীর জন্য ‘গর্বিত’ বলে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি৷ মেয়ে আরাধ্যাকে নিয়ে মঞ্চে উঠে পুরস্কার জয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জুনিয়র বচ্চন৷
And the Mrs. is awarded the Meryl Streep award for excellence at WIFT. The little one gives her a congratulatory hug, and I look on (to the photo) a very proud husband! pic.twitter.com/tmaICHSa1N
— Abhishek Bachchan (@juniorbachchan) September 9, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.