Advertisement
Advertisement

Breaking News

‘দ্য কপিল শর্মা শো’ অতীত, এবার এই শোয়ে দেখা মিলবে সুনীলের

শুটিংও সেরে ফেলেছেন অভিনেতা৷

After 'The Kapil Sharma Show' comedian Sunil Grover to appear in this new show
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 2:01 pm
  • Updated:June 3, 2019 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল শর্মার সঙ্গে সুনীল গ্রোভারের সম্পর্ক যে তলানিতে পৌঁছে গিয়েছে, তা এখন আর কারও কাছেই অজানা নয়৷ ‘দ্য কপিল শর্মা শো’য়ে যাঁরা একসঙ্গে নানা হাসির মুহূর্ত উপহার দিয়েছেন দর্শকদের, তাঁদের মধ্যে এখন দূরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে৷ ভাঙনের চিড়টা এতই গভীর যে মোটা অঙ্কের অর্থের বিনিময়েও কমেডিয়ান কপিলের শোয়ে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন সুনীল৷ তবে কী ডক্টর মাশুর গুলাটির চরিত্রে আর কখনও দেখা যাবে না এই অভিনেতাকে? হ্যাঁ, দেখা যাবে৷ তবে অন্য একটি শোয়ে৷

[স্রেফ এই কারণেই ভার্জিনিটি বিক্রি করলেন এই মডেল]

‘দ্য কপিল শর্মা শো’য়ের অন্যতম সেরা আকর্ষণ ছিলেন ডক্টর মাশুর গুলাটি৷ শোনা যাচ্ছে, জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে সুনীল গ্রোভারকে সেই ভূমিকাতেই দেখতে পাবেন দর্শকরা৷ এছাড়া শোয়ে রিঙ্কু ভাবি হিসেবেও ভক্তদের মনোরঞ্জন করবেন তিনি৷ গত বুধবার ফিল্ম সিটিতে শুটিংও শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন অভিনেতা৷ এর পাশাপাশি দিল্লিতে তলকাতোরা অডিটরিয়ামের অনুষ্ঠানেও হাজির হওয়ার কথা ডক্টর গুলাটির৷

Advertisement

[উগ্র যৌনতার ক্ষেত্রে বলিউডের তিন নায়কের নাম নিলেন পুনম]

উল্লেখ্য, কয়েকদিন আগে সুনীল জানিয়েছিলেন, বিমানের মধ্যে মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেছিলেন কপিল৷ পাশাপাশি শোয়ের কলাকুশলীদের সঙ্গে কপিল ভাল ব্যবহার করেন না বলেও জানান সুনীল৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সোশ্যাল মিডিয়ায় সহ-অভিনেতার কাছে ক্ষমাও চেয়ে নেন কপিল৷ কিন্তু সম্পর্কের বরফ গলেনি৷ সুনীল জানিয়ে দেন, তিনি আর শোয়ে থাকছেন না৷ সুনীলের পাশে দাঁড়ান আলি আসগর, চন্দররাও৷ ফলে কপিলের শোয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷ ‘ইন্ডিয়ান আইডল’-এর গ্র্যান্ড ফিনালের জন্য আগামী রবিবার কপিলের শো টেলিকাস্টও করা হবে না বলে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement