Advertisement
Advertisement

‘সঞ্জু’ পথ খুলে দিচ্ছে মধুবালার, তৈরি হবে স্বপ্নসুন্দরীর বায়োপিক

রুপোলি পর্দার সোনার হরিণের সত্যি জীবনের কথা...

After 'Sanju', now biopic on Madhubala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2018 3:14 pm
  • Updated:July 10, 2018 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি স্বপ্নসুন্দরী। রুপোলি পর্দার ওপারে তিনি এমন এক সোনার হরিণ, যে মায়াকে ছোঁয়ার স্বপ্ন দেখেছে কয়েক প্রজন্মের পুরুষ। অথচ সকলেই জানেন তিনি ধরাছোঁয়ার অধিক। সেই অধরা ইচ্ছেটুকু অবশ্য দর্শককে ফকির নয়, নবাবই করেছে। দিয়েছে স্বপ্নবাসের ছাড়পত্র। আর নায়িকাকে দিয়েছে চরিত্রের বাইরে আলাদা এক দেবীমাহাত্ম্য। বহু কামনা-বাসনা, স্বপ্নপূরণ-হতাশা, বহু প্রেম আর ব্যর্থতার রক্তক্ষরণে তৈরি হয় সেই দেবীর অবয়ব। হ্যাঁ, ভারতীয় সিনেমায় মধুবালা সেই দেবী যিনি একাধারে উপাস্য প্রেমে ও বিরহে। অথচ এই মিথের আড়ালে তিনি একজন রক্তমাংসের মানুষ। তাঁরও আছে জীবনের নিজস্ব ওঠাপড়া, সাফল্য ও ব্যর্থতার চলন। সে সবই এবার উঠে আসবে বায়োপিকে। সম্প্রতি সে ইঙ্গিতই দিলেন স্বপ্নসুন্দরীর বোন মধুর ব্রিজ ভূষণ।

[  বহুদিন পর বাংলা ছবিতে তনুজা, কেমন হল ‘সোনার পাহাড়’-এর খোঁজ? ]

Advertisement

বলিউডে এই সময়টা বায়োপিকেরই। ট্রেন্ডটা নতুন নয়। সেই ‘মেরি কম’ থেকে শুরু করে ফিলহাল ‘সঞ্জু’। সেই ট্র্যাডিশন সমানে চলছে। সঞ্জয় দত্তের বায়োপিক তো বক্স অফিসে নয়া মাইলস্টোন তৈরি করেছে। যদিও কাটছাঁট জীবনীকে আদৌ বায়োপিক বলা যায় কি না, তা নিয়ে সমালোচকদের মধ্যে ধন্দ আছে। কিন্তু সাধারণ দর্শক অবশ্য অতকিছুর তোয়াক্কা করছেন না। ফলে ব্যবসায় জোয়ার আর রণবীর কাপুরের কামব্যাক-সবই হয়েছে। এই সাফল্য পথ দেখিয়েছে মধুবালার বোনকেও। তিনি এবার কিংবদন্তি নায়িকার জীবনকে রুপোলি পর্দায় তুলে আনতে চান। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনও অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, এই বিষয়ে মনস্থির করে ফেলেছেন মধুর ব্রিজ ভূষণ। তাঁর মতে, এটাই একেবারে সঠিক সময়। তবে মধুবালার জীবন তো বিতর্কের ঊর্ধ্বে নয়। বহু মানুষ জড়িয়ে আছে তাঁর জীবনে। আছে অনেক না-বলা কথা। গোপন ডায়েরির সেইসব পাতাও কি উঠে আসবে বায়োপিকে? নাকি সেটিও হবে ‘সঞ্জু’র মতো কাটছাঁট কিছু। জানা যাচ্ছে, দিদির জীবনকে নির্মোহভাবেই পর্দায় তুলে আনতে চান বোন। আর তা যদি হয় তবে দর্শকদের জন্য তা বড় পাওনা হয়েই থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement