Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কা, দীপিকার পর এবার হলিউডে পাড়ি দিচ্ছেন সোনম

নয়া হলিউড যাত্রা নিয়ে বেশ উত্তেজিত এই অভিনেত্রী৷

After Priyanka and Deepika, Sonam Kapoor to go Hollywood!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 7:50 pm
  • Updated:September 1, 2016 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা, প্রিয়াঙ্কার পর এবার হলিউডে যাত্রা শুরু সোনম কাপুরের৷ হলিউডে কাজ করা নিয়ে বরাবরই উৎসহিত ছিলেন বলিউডের ‘নীরজা’৷ আর তাই তাঁর নয়া হলিউড যাত্রা নিয়ে বেশ উত্তেজিত এই অভিনেত্রী৷

সম্প্রতি মার্কিন মুলুকের অন্যতম ট্যালেন্ট এজেন্সি ইউটিএ’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন সোনম৷ আর সেই চুক্তির ভিত্তিতেই হয়তো আগামী সময়ে বেশ কিছু হলিউড ছবিতে কাজ করতে চলেছেন অনিল-কন্যা৷ বৃহস্পতিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানান সোনম৷ টুইটে তিনি বলেছেন, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে “ভীষণ আনন্দ পেয়েছি৷”

Advertisement

প্রসঙ্গত, ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি হলিউডের বহু নামী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এর আগে চুক্তি স্বাক্ষর করেছে৷ সেই বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জনি ডেপ, অ্যাঞ্জেলিনা জোলি, মাইকেল ডগলাস, ড্যানিয়েল র‍্যাডক্লিফের মতো হেভিওয়েট তারকারা৷ এবার সেই তালিকায় নতুন যুক্ত হলেন বলি কন্যা সোনম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement