Advertisement
Advertisement

Breaking News

করণের জন্মদিনে ভাইরাল আরিয়ান ও সারার ছবি, মাঝে শাহরুখ

তাহলে কি করণের হাত ধরেই বলিউডে আসছেন শাহরুখ-পুত্র আর সইফ-কন্যা?

Adorable pics of Ariyan and Sara goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2017 11:12 am
  • Updated:August 12, 2021 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা-সন্তানদের বলিউডে প্রবেশের কথা উঠলেই তাঁর নাম সবার আগেই আসে৷ তাঁর ‘স্টুডেন্ট’ হয়ে বি-টাউনের মাটিতে যাঁরা পা রাখেন তাঁদের আর পিছনে ফিরে তাকাতে হয় না৷ এমনই কথা প্রচলিত৷ আর তাঁর প্রমাণও মিলেছে একাধিকবার৷ তাইতো তারকারা নিজেদের সন্তানের লঞ্চের জন্য করণ জোহরের উপরই ভরসা করেন৷ সে ভরসার মান হামেশাই রাখেন করণ৷ তারকা সন্তানদের গড়েপিটে নেওয়ার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার৷

shah-rukh-khan-aryan-khan

Advertisement

[উত্তরে বৃষ্টির স্বস্তি, দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ]

এবার নিজের প্রিয় বন্ধুর নাকি শরণাপন্ন হতে চলেছেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান৷ শোনা যাচ্ছে, বড় ছেলে আরিয়ান খানের বলিউডে হাতেখড়ির জন্য প্রিয় বন্ধু করণের উপরই ভরসা রাখছেন তিনি৷ এদিকে সইফ আলি খানও একই পথের পথিক৷ তিনিও নাকি চান করণের হাত ধরেই বলিউডে প্রবেশ করুক তাঁর কন্যা সারা আলি খানও৷ দুই খানের দুই আবদার একসঙ্গেই রাখতে চলেছেন প্রযোজক-পরিচালক৷ তাঁর সাম্প্রতিক জন্মদিনের সেলিব্রেশনের এই ছবিটি দেখার পর অনেকেই এমনটাই মনে করছেন৷

dc-Cover-c18il5ojcr0eq2ra5tur5sjtk0-20170526121254.Medi

[মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রীকে ধাক্কা মেরে সরালেন ট্রাম্প, ভাইরাল ভিডিও]

করণের এই ল্যাভিশ জন্মদিনের পার্টিতে এসেছিলেন বলিউডের অনেক হুজ হু’রাই৷ তবে সকলের নজর কেড়েছে করণের ডিজাইনার বন্ধু মনীশ মালহোত্রার আপলোড করা এই ছবিটি৷ যাতে নিজের ছেলে আরিয়ান ও সইফ-কন্যা সারার সঙ্গে বেশ হালকা মেজাজে দেখা যাচ্ছে কিং খানকে৷ আর এক ফ্রেমে দুই তারকা সন্তানকেও বেশ মানিয়েছে৷ ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷  সময় লাগেনি গুঞ্জন ছড়াতেও৷ বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, বলিউডের জন্য নতুন জুটি পেয়ে গিয়েছেন করণ জোহর৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সংবাদের শিরোনামে এসেছেন আরিয়ান ও সারা৷ তবে আলাদাভাবে৷ দুই তারকা সন্তানকে এক পর্দায় দেখতে দর্শকরা বেশ পছন্দ করবেন বলে অভিমত বিশেষজ্ঞদের৷

[হাসপাতালে নিয়ে যেতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না এই ট্যাক্সিচালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement