Advertisement
Advertisement

Breaking News

করিনা-তৈমুরের নয়া ছবি ভাইরাল নেট দুনিয়ায়

মা ও ছেলের এই সুখের মুহূর্ত সত্যি দেখার মতো৷

Adorable pic of baby Taimur with Kareena goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 17, 2017 9:10 am
  • Updated:March 17, 2017 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন গ্ল্যামলাইট একাই কেড়েছেন৷ কিন্তু এখন তাঁর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে ছেলে তৈমুর৷ জন্মের আগে থেকেই সংবাদমাধ্যমের শিরোনামে নবাব পরিবারের নতুন সদস্য৷ জন্মের পরও সেই ধারা অব্যাহত৷ আসল-নকল তৈমুরের ছবি নিয়ে কম টানাপোড়েন হয়নি৷ নাম নিয়েও হয়ে গিয়েছে একপ্রস্থ বিতর্ক৷ এখনও তৈমুর আলি খান পতৌদি মানেই হট নিউজ৷

[সিবিআইকে নারদ কাণ্ডের তদন্ত করার নির্দেশ দিল হাই কোর্ট]

Advertisement

ছেলের এই জনপ্রিয়তায় অবশ্য বিন্দুমাত্র শঙ্কিত নন করিনা৷ নবাব পরিবারের কনিষ্ঠতম সদস্যকে নিয়ে যে দিব্যি দিন কাটছে তাঁর, এই ছবিই তার প্রমাণ৷

17327874_1270486686370293_1471836342_n

[করাচিতে নিখোঁজ দুই ভারতীয় মৌলবী, পাকিস্তানের কাছে তথ্য চাইল ভারত]

মা ও ছেলের এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ দেখেই বোঝা যাচ্ছে মাতৃত্ব কতটা উপভোগ করছেন বলিউডের ‘হিরোইন’৷ কিন্তু তা বলে কেরিয়ারকে গুড বাই করে দেবেন, তা একেবারেই নয়৷ মা হওয়ার পর বাড়তি মেদ ঝরিয়ে ফের সেটে হাজির হয়েছেন করিনা৷ ঘর এবং বাইরের জগত ভালভাবেই সামলাচ্ছেন করিনা কাপুর খান৷

[আদালতের নির্দেশে এখন একটি আস্ত ট্রেনের মালিক এই কৃষক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement