Advertisement
Advertisement

ভুল রাস্তায় গাড়ি, জরিমানা দিয়ে রেহাই অভিনেত্রীর

ভুল রাস্তায় আসছিল গাড়ি৷ নিয়মমাফিক থামিয়ে দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ৷ দেখেন, গাড়ির ভিতরে বসে ভীষণ চেনা বলি-অভিনেত্রী৷ কিন্তু নিয়ম তো নিয়মই৷ অভিনেত্রীর বলে রেহাই নেই৷ আর তাই নয়ডাতে জরিমানা দিয়ে তবেই ছাড় পেতে হল অদিতি রাও হায়দারিকে৷

Aditi-Rao-Hydari-forced-walk-Noida-fashion-traffic-police-catch-car-driving-wrong-road
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 1:43 pm
  • Updated:May 17, 2016 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল রাস্তায় আসছিল গাড়ি৷ নিয়মমাফিক থামিয়ে দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ৷ দেখেন, গাড়ির ভিতরে বসে ভীষণ চেনা বলি-অভিনেত্রী৷ কিন্তু নিয়ম তো নিয়মই৷ অভিনেত্রীর বলে রেহাই নেই৷ আর তাই নয়ডাতে জরিমানা দিয়ে তবেই ছাড় পেতে হল অদিতি রাও হায়দারিকে৷

নয়ডার এক ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী৷ যাওয়ার পথেই শর্ট কাট নিতে গিয়ে ভুল রাস্তায় গাড়ি চালিয়ে দেন তাঁর ড্রাইভার৷ পিছনেই ছিল তাঁর টিমের গাড়ি৷ গাড়ি ভুল পথে দেখে থামান ট্রাফিক ইনস্পেক্টর ধর্মেন্দ্র যাদব৷ সেই সময় অভিনেত্রীর টিমের লোকেরা তাঁকে কোনও পদক্ষেপ না নিতে বারবার অনুরোধ করেন৷ এমনকী উদ্যোক্তাদের ফোন করে ব্যাপারটা মিটমাট করে নেওয়ারও প্রস্তাব দেওয়া হয়৷ ক্রমাগত চাপ দিতে থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই অফিসার৷ শেষমেশ অদিতি নিজে গাড়ি থেকে নেমে জরিমানা দিয়ে ব্যাপারটা  শেষ করেন এবং হেঁটেই মলের দিকে এগিয়ে যান৷

Advertisement

সেলেবরা অনেক সময়ই নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করেন৷ তাঁদের দেখে পুলিশরাও অনেক সময় নিজেদের কর্তব্য থেকে সরে যান৷ কিন্তু এক্ষেত্রে তা থেকে সরেননি এই ট্রাফিক পুলিশ৷ ভুল গাড়ি চালানোর জন্য যে জরিমানা তাইই ধার্য করেন তিনি৷ অদিতি নিজেও এক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করেননি৷ পুলিশ ও অভিনেত্রী দুজনেরই এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement