সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোর চারটের সময় রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী দিয়েই শুরু হয় বাঙালির দুর্গাপুজো। তবে রেডিওতে মহিষাসুরমর্দিনী যেমন বাঙালির অভ্যেসে পরিণত হয়েছে তেমনই জনপ্রিয়তা পেয়েছে ছোটপর্দার মহালয়া। হেমা মালিনী, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, শুভশ্রী, শ্রাবন্তী, কোয়েল-সহ বিভিন্ন সময়ে অনেক অভিনেত্রীকে দেখা গিয়েছে মা দুর্গার রূপে। এবার কোন চ্যানেলে কাকে দেখা যাবে মা দুর্গা রূপে?
[ন্যাশনাল আর্কাইভ থেকে নিখোঁজ সত্যজিতের ‘পথের পাঁচালী’]
ছোটপর্দার ‘গোয়েন্দা গিন্নি’ তাঁকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। সেখানে প্রায় অনেকটা দশভুজার মতোই একা হাতে সংসার আর গোয়েন্দাগিরি সামলেছেন ইন্দ্রাণী হালদার। এবার আক্ষরিক অর্থেই মা দুর্গা রূপে তাঁকে দেখতে পাবেন দর্শকরা। মহালয়ায় জি বাংলার ‘রূপং দেহি জয়ং দেহি’তে তিনিই মা দুর্গা। এর আগেও অবশ্য মহালয়ায় তাঁকে দুর্গা রূপে দেখেছে দর্শক। তবে এবার একেবারে ভদ্রকালী, কপালিনী, মঙ্গলা কালী, মহাকালী, জয়ন্তী, মহিষাসুরমর্দিনী সহ দুর্গার ছয়টি রূপে দেখা যাবে তাঁকে।
তবে শুধু ইন্দ্রাণীই নয় মহালয়ার এই বিশেষ অনুষ্ঠানে দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তীকেও। শুধু জি-বাংলাতেই নয় কালারস বাংলার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘অসুরদলনী দুর্গা’তেও দুর্গার একটি রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে। সেখানে অবশ্য মহিষাসুরমর্দিনী রূপে রয়েছেন অভিনেত্রী পায়েল দে।
[শুটিং শেষে কেন চোখে জল ক্যাটরিনার?]
অন্যদিকে এই মহালয়ায় স্টার জলসার বিশেষ অনুষ্ঠান ‘জগৎ জননী দুর্গা’তে মা দুর্গার চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেনকে। ‘দুর্গা’ নামক এক মেগা সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় ডেবিউ করেছিলেন সন্দীপ্তা। তিনিই ছিলেন নাম ভূমিকায়। সেইসময়ের অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ছিল ‘দুর্গা’। এবার মহালয়ায় বিশেষ অনুষ্ঠানে একেবারে মা দুর্গার রূপেই আসছেন সন্দীপ্তা।
দেবীপক্ষের শুরুতে সকাল থেকেই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে মা দুর্গার আবির্ভাব। কাকে দর্শক দুর্গারূপে বেশি পছন্দ করবেন তা অবশ্য বলবে টিআরপি। আর তা জানতে অপেক্ষা এখন ১৯ সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.