সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিন সংসদে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূলের দুই নবনির্বাচিত সাংসদ। যে পোশাকে তাঁরা সাবলীল সেই পোশাকই ছিল তাদের শরীরে। আর সেটাকেই যেন রীতিমতো অপরাধ বানিয়ে দিলেন নেটিজেনদের একাংশ। তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে যতরকমভাবে সম্ভব সমালোচনা আর কটাক্ষে বিঁধলেন তাঁরা। কখনও সেই কটাক্ষ মাত্রা ছড়াল শালীনতার। নেটিজেনদের রোষের মুখে কার্যত অসহায় হয়ে পড়েন দুই নবনির্বাচিত সাংসদ। এবার তাদের পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী। মিমি-নুসরতের পাশে দাঁড়িয়ে স্বস্তিকা বললেন, “বেশ করেছে, সংসদের সামনে ছবি তুলেছে।”
তৃণমূলের দুই নবনির্বাচিত সাংসদ ভোটে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন কারণে সমালোচিত হতে হয়েছে। কটাক্ষের শিকার হতে হয়েছে। এমনকী তাদের জয়ের পরও ভোটারদের নির্বুদ্ধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। সংসদের সামনে ছবি তোলার পর সেই সমালোচনার হার কয়েক গুণ বেড়ে যায়। এবার সেইসব সমালোচকদের একহাত নিলেন অভিনেত্রী স্বস্তিকা। শুধু তাই নয়, বেশ কয়েকজন সমালোচককে মেনশন করে তাদের টুইটের জবাবও দিয়েছেন স্বস্তিকা।
এদিন টুইটারে স্বস্তিকা লেখেন, ”বেশ করেছে সংসদের সামনে ছবি তুলেছে। আমরা তো শুতে বসতে সবসময়ই ছবি তুলি। এটা ওদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মানুষ ওদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ওদের সংসদে যাওয়ার অধিকার রয়েছে। তাছাড়া সংসদের নিয়মাবলীতে কোথাও লেখা, নেই যে জিন্স পরে সেখানে যাওয়া যাবে না। তাই দয়া করে এধরনের অকারণ সমস্যা তৈরি করবেন না।” মিমি-নুসরতের ছবি ভাইরাল হওয়ার পর সমালোচনা নেহাত কম হয়নি। এসবের মধ্যে স্বস্তিকার মতো একজন অভিনেত্রীকে পাশে পাওয়াটা নিঃসন্দেহে স্বস্তি দেবে দুই অভিনেত্রী সাংসদকে।
বেশ করেছে #parliament এর সামনে ছবি তুলেছে।আমরা শুতে বসতে ছবি তুলি & it’s their biggest day!! They won the election, people voted for them & they are rightfully there. Code of parliament doesn’t say ‘jeans not allowed’ so stop having a fucking problem with every God damn thing. pic.twitter.com/iBWMaK3Y32
— Swastika Mukherjee (@swastika24) May 28, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.