Advertisement
Advertisement

Breaking News

মিমি

‘বেশ করেছে, ছবি তুলেছে’, মিমি-নুসরতের পাশে দাঁড়ালেন স্বস্তিকা

'সংসদের নিয়মে লেখা নেই জিনস পরা যাবে না', টুইটারে লিখলেন অভিনেত্রী।

Actress Swastika Mukherjee backs TMC MPs over photo controversy
Published by: Subhajit Mandal
  • Posted:May 29, 2019 8:57 pm
  • Updated:May 29, 2019 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিন সংসদে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূলের দুই নবনির্বাচিত সাংসদ। যে পোশাকে তাঁরা সাবলীল সেই পোশাকই ছিল তাদের শরীরে। আর সেটাকেই যেন রীতিমতো অপরাধ বানিয়ে দিলেন নেটিজেনদের একাংশ। তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে যতরকমভাবে সম্ভব সমালোচনা আর কটাক্ষে বিঁধলেন তাঁরা। কখনও সেই কটাক্ষ মাত্রা ছড়াল শালীনতার। নেটিজেনদের রোষের মুখে কার্যত অসহায় হয়ে পড়েন দুই নবনির্বাচিত সাংসদ। এবার তাদের পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী। মিমি-নুসরতের পাশে দাঁড়িয়ে স্বস্তিকা বললেন, “বেশ করেছে, সংসদের সামনে ছবি তুলেছে।”

[আরও পড়ুন: টিকটক ভিডিও শেয়ার করে তৃণমূলের তারকা সাংসদ মিমি-নুসরতকে ট্রোল রামুর]

তৃণমূলের দুই নবনির্বাচিত সাংসদ ভোটে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন কারণে সমালোচিত হতে হয়েছে। কটাক্ষের শিকার হতে হয়েছে। এমনকী তাদের জয়ের পরও ভোটারদের নির্বুদ্ধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। সংসদের সামনে ছবি তোলার পর সেই সমালোচনার হার কয়েক গুণ বেড়ে যায়। এবার সেইসব সমালোচকদের একহাত নিলেন অভিনেত্রী স্বস্তিকা। শুধু তাই নয়, বেশ কয়েকজন সমালোচককে মেনশন করে তাদের টুইটের জবাবও দিয়েছেন স্বস্তিকা।

Advertisement

[আরও পড়ুন: মমতার মান রাখলেন মিমি-নুসরত, বিপুল ভোটে জয়ী তৃণমূলের নতুন তারকা প্রার্থীরা]

এদিন টুইটারে স্বস্তিকা লেখেন, ”বেশ করেছে সংসদের সামনে ছবি তুলেছে। আমরা তো শুতে বসতে সবসময়ই ছবি তুলি। এটা ওদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মানুষ ওদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ওদের সংসদে যাওয়ার অধিকার রয়েছে। তাছাড়া সংসদের নিয়মাবলীতে কোথাও লেখা, নেই যে জিন্স পরে সেখানে যাওয়া যাবে না। তাই দয়া করে এধরনের অকারণ সমস্যা তৈরি করবেন না।” মিমি-নুসরতের ছবি ভাইরাল হওয়ার পর সমালোচনা নেহাত কম হয়নি। এসবের মধ্যে স্বস্তিকার মতো একজন অভিনেত্রীকে পাশে পাওয়াটা নিঃসন্দেহে স্বস্তি দেবে দুই অভিনেত্রী সাংসদকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement