Advertisement
Advertisement

নায়িকার ভূমিকায় আবারও ছোটপর্দায় ফিরছেন মানালি

কবে থেকে দেখা যাবে ধারাবাহিকটি?

Actress Manali make her comeback with new show
Published by: Sayani Sen
  • Posted:October 12, 2018 6:55 pm
  • Updated:October 12, 2018 6:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বউ কথা কও’-এর মাধ্যমে এক সময় ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন মানালি দত্ত৷ ডেবিউ মেগা সিরিয়াল তাঁকে এনে দিয়েছিল সাফল্য৷ এরপর আর ছোট পর্দায় পাওয়া যায়নি তাঁকে৷ বছর দশেক পর আবারও চেনা স্রোতে ফিরছেন ‘মৌরি’৷ আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি৷ পুজোর পরই জি বাংলায় আসতে চলেছে ‘নকশি কাঁথা’৷ তাতেই দেখা যাবে মানালিকে৷

[ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কপিল?]

পুজো দোরগোড়ায়৷ আপাতত কেনাকাটা, প্ল্যানিংয়ে ব্যস্ত আমজনতা৷ পুজো শেষে আবার একলা ড্রয়িং রুমে সঙ্গী হবে টেলিভিশন৷ ঠিক সেই সময়ই জি বাংলা-য় আসতে চলেছে ‘নকশি কাঁথা’৷ ওই সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা যাবে মানালিকে৷ একটি মুসলমান পরিবারের মেয়ে শবনম৷ উচ্ছ্বল শবনম ছোট থেকেই পাশের হিন্দু পরিবারে মানুষ৷ ওই বাড়িতেই তার বেড়ে ওঠা৷ দুর্গাপুজোর সময় ওই হিন্দু পরিবারের এক সদস্যের সঙ্গে মনোমালিন্য হয় শবনমের৷ সেখানেই দেখা হয় নায়কের সঙ্গে৷ একদিকে সম্পর্ক ভাঙা আর অন্যদিকে জীবনে নতুন মানুষের প্রবেশ৷ এই নিয়ে এগিয়ে চলবে ‘নকশি কাঁথা’-র গল্প৷

Advertisement

‘বউ কথা কও’-এর পর আর ছোটপর্দায় দেখা যায়নি মানালিকে৷ মাঝে কেটে গিয়েছে দশ বছর৷ কিন্তু তাতেও এতটুকু বদলাননি তিনি৷ সেই একইরকম তাঁর হাসিতে কিশোরীর সারল্যই ধরা পড়েছে ‘নকশি কাঁথা’-য়৷ মেগা সিরিয়ালটিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সুমন দে-কে৷ এর আগে ‘গুরুদক্ষিণা’ সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়েছেন তিনি৷ উত্তরবঙ্গ থেকে আসা এই তরুণই মানালির কামব্যাক নায়ক৷ আগামী ১২ নভেম্বর রাত ন’টা থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি৷ ‘মৌরি’-র পর এবার ‘শবনম’-ও বাঙালির ঘরের মেয়ে হয়ে যাবে বলেই আশা কলাকুশলীদের৷

[রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের কী বার্তা দিলেন ক্যানসার আক্রান্ত সোনালি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement