Advertisement
Advertisement

OMG! হঠাৎ কেন মাথা মুড়িয়ে ফেললেন এই অভিনেত্রী?

সুন্দরী অভিনেত্রীর এমন দশা দেখে হতবাক নেটদুনিয়ার বাসিন্দারা।

Actress Jennifer Winget goes BALD for upcoming twist in Beyhadh  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2017 11:24 am
  • Updated:July 12, 2017 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক দশক কাটিয়ে ফেলেছেন হিন্দি টেলিভিশনের জগতে। কিন্তু আজও বোকাবাক্সের পর্দায় যখন আসেন, চোখ ফেরানো দায় হয় অনেকের। করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের কাহিনি ভুলে ফের স্বমহিমায় টিভিতে ফিরেছেন জেনিফার উইংগেট। এবার যেন তিনি আরও পরিণত। এবার আর নিছক সৌন্দর্যের খাতিরে নয়, বরং অভিনয় দক্ষতার জন্যও দর্শকদের প্রশংসা চান তিনি। আর তাই চরিত্রের খাতিরে যে কোনও আত্মত্যাগ করতে প্রস্তুত অভিনেত্রী। এরই প্রমাণ সম্প্রতি মিলল জেনিফারের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে নিজের এই ছবিটি পোস্ট করেছেন তিনি।

 

Advertisement

মাত্র ঘণ্টাকয়েক আগেই ছবিটি পোস্ট করেছেন জেনিফার। সুন্দরী নায়িকার এই মাথা মুড়িয়ে ফেলার ছবি দেখে অবাক হয়েছেন অনেকেই। মাত্র কয়েকঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়ার সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছে। নেটদুনিয়ার অধিকাংশ বাসিন্দারই একটাই প্রশ্ন, হঠাৎ কেন এমন সাহসী পদক্ষেপ নিলেন অভিনেত্রী? জানা গিয়েছে, অভিনেত্রীর এই লুকের কারণ তাঁর চলতি সিরিয়াল ‘বেহদ’। যাতে ইতিমধ্যে মৃত হিসেবে দেখানো হয়েছে জেনিফারের চরিত্র মায়াকে। কিন্তু শোনা গিয়েছে, সিরিয়ালের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হচ্ছে মায়া অর্থাৎ জেনিফারকে। আর জন্যই একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যেখানে জেনিফারকে দেখা যাবে একটি আশ্রমে। সেখানেই নিজের মাথা মুড়িয়ে অর্জুন ও সাঁজের চরিত্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেবে মায়া। এর জন্যই এই বিশেষ লুক নিয়েছেন জেনিফার।

[ঢিংচ্যাক পূজার গানে আপত্তি ‘কাটাপ্পা’র, ভিডিও তুলে নিল ইউটিউব]

শুধু জেনিফারই নন, কিছুদিন আগেই মাথা মুড়িয়ে ফেলার জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন আরও এক টেলিভিশন অভিনেত্রী। চরিত্রের খাতিরেই ন্যাড়া হয়েছিলেন হিন্দি টেলিভিশনের চেনা মুখ রিঙ্কু করমারকর। অবশ্য জেনিফার সত্যি সত্যি রিঙ্কুর মতো নিজের মাথাটি মুড়িয়ে ফেলেননি। তাঁর এই নয়া লুকের নেপথ্যে রয়েছে দক্ষ কিছু মেকআপ আর্টিস্ট। যাঁরা নায়িকাকে এইভাবে চরিত্রের উপযুক্ত করে তুলেছেন।

[‘বিগ বস’ সঞ্চালনা করে কট্টরপন্থীদের রোষের মুখে কামাল হাসান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement