Advertisement
Advertisement

এক রাতের জন্য ১ কোটি! এমনই প্রস্তাব পেলেন বিখ্যাত অভিনেত্রী

ব্যাপারটা কী?

Actress has offered one crore per night
Published by: Tanujit Das
  • Posted:February 2, 2019 6:30 pm
  • Updated:February 2, 2019 6:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ কয়েকমাস ধরে #MeToo বিতর্কে উত্তাল হয়েছে দেশ৷ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে যে বিতর্কের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ ধীরে ধীরে সেই একই অভিযোগে বিভিন্ন পরিচালক, প্রযোজক, অভিনেতা ও সংগীত শিল্পীদের বিরুদ্ধে মুখ খোলেন অনেকে৷ এবার এই #MeToo অভিযোগে সরব হলেন দক্ষিণী অভিনেত্রী সাক্ষী চৌধুরী৷ জানালেন, এক কোটি টাকা দিয়ে তার সঙ্গে একরাত কাটাতে চাইছেন অনেকে৷ আসছে আরও নোংরা নোংরা অফার৷

[একই ছবিতে শাহরুখ-সলমন, উদ্যোগ নিলেন বনশালি ]

Advertisement

সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রী সাক্ষী চৌধুরী দক্ষিণী ছবি ‘ম্যাগনেট’৷ বেশ ভালই ব্যবসা করছে সেই ছবি৷ প্রথম দিন থেকেই ছবি দেখতে হলে ভিড় জমছে দর্শকদের৷ ছবিতে সাক্ষীর কাজেরও প্রশংসা করছেন তাঁর অনুগামীরা৷ অভিনেত্রী জানিয়েছেন, এই ছবির মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর কাছে একের পর এক কুপ্রস্তাব আসতে শুরু করেছে৷ সোশ্যাল মিডিয়াতেও অনেকে তাকে কুপ্রস্তাব দিচ্ছে৷ টুইটারে সাক্ষী লেখেন, ‘‘আমার ছবি ও ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই লোক পাগলের মতো ব্যবহার করছে৷ অনেকে এক রাতের জন্য আমায় এক কোটি টাকা দিতে চাইছে৷ কিন্তু তারা আসলে বোকা। তারা জানে না, আমাকে কেনা যায় না৷ শুধু দেখেই কাজ চালাতে হবে ওদের।’’

[পর্দায় আসছে জর্জ ফার্নান্ডেজের বায়োপিক, পরিচালক কে?]

অভিনেত্রী সাক্ষী জানিয়েছেন, যারাই তাঁকে কুপ্রস্তাব দিচ্ছেন, তাদেরই তিনি ‘ম্যাগনেট’ দেখার পরামর্শ দিচ্ছেন৷ সদ্য মুক্তি পাওয়া ‘ম্যাগনেট’ ছাড়াও তেলুগু ছবি ‘সেলফি রাজা’ এবং ‘পোটুগাডু’-তে অভিনয় করেছেন সাক্ষী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement