Advertisement
Advertisement
saheb chatterjee

অসুস্থ সাহেব চট্টোপাধ্যায়, কী হয়েছে অভিনেতার?

সদ্য আর মাধবনের সঙ্গে হিন্দি ছবি ‘আপ জ্যায়সা কোই’-র শুটিং শেষ করেছেন সাহেব।

Actor saheb chatterjee admitted to hospital
Published by: Akash Misra
  • Posted:December 27, 2024 9:48 am
  • Updated:December 27, 2024 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ টলিউডের জনপ্রিয় অভিনেতা ও গায়ক সাহেব চট্টোপাধ্যায়। ২৫ ডিসেম্বর তাঁকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়েই সোশাল মিডিয়ায় শারীরিক অসুস্থতার কথা জানালেন অভিনেতা।

সাহেব লিখলেন, ”শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সেই কারণে ২৬ এবং ২৮ তারিখের দুটি অনুষ্ঠানও বাতিল করতে হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনুষ্ঠানের আয়োজকদের কাছে। আশা করব, তাঁরা আমার পরিস্থিতি বুঝতে সক্ষম হবে। এমনকী, যাঁরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের উত্তর দিতে পারিনি। এটা আমার ৪৮ তম জন্মদিন। এই প্রথম জন্মদিনে মা, স্ত্রী, সন্তানদের থেকে আলাদা রয়েছি। এমনকী, যে ২৮ জন প্রতিবেশীরা আমাকে শুভেচ্ছা জানায় প্রতিবছর। তাঁদের ধন্যবাদ জানাই। এমন মানুষগুলো পাশে থাকায় আমি নিজেকে সত্য়িই খুবই ভাগ্যবান মনে করি।”

Advertisement

কী হয়েছে অভিনেতার?

সাহেব জানিয়েছেন, ” নতুন ছবির শুটিং শেষ করে কলকাতা ফিরতেই হঠাৎ গলা ব্যথা শুরু হয়ে যায় । সঙ্গে জ্বর। এতটাই গলা ব্যথা যে ঢোক গিলতে পারছিলাম না। সব সময় মনে হচ্ছিল গলার কাছে কী যেন একটা আটকে রয়েছে । তাই আর দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে গেলাম। তবে এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি।”

সদ্য আর মাধবনের সঙ্গে হিন্দি ছবি ‘আপ জ্যায়সা কোই’-র শুটিং শেষ করেছেন । এর আগে বলিউডে কাজ করলেও সেই অর্থে বিগ বাজেটের বাণিজ্যিক ছবিতে এই প্রথম দেখা যাবে সাহেবকে। কলকাতা, মুম্বই-সহ ভারতের বেশকিছু শহরে এই ছবির শুটিং হয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement