Advertisement
Advertisement

তনুশ্রী ইস্যুতে অবশেষে মুখ খুললেন নানা পাটেকর

কী বললেন তিনি?

Actor Nana Patekar reacts on Tanushree Dutta's allegation
Published by: Kumaresh Halder
  • Posted:October 6, 2018 7:16 pm
  • Updated:October 6, 2018 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা-তনুশ্রী বিতর্কে নয়া মোড়৷ অবশেষে মুখ খুললেন অভিনেতা নানা পাটেকর৷ তাঁর সাফ কথা,  ‘যা মিথ্যা, তা মিথ্যাই হয়৷’’ সম্প্রতি বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷  অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন তিনি৷ তনুশ্রীকে আইনি ইতিমধ্যেই আইনি নোটিশ পাঠিয়েছে নানা৷  তবে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত ছিলেন তিনি৷

[বন্ধ ফ্যান্টম ফিল্মস, একলা চলার বার্তা অনুরাগ কাশ্যপের]

তনুশ্রী-নানা বিতর্কে উত্তাল বলিউড৷  নীরবতা ভেঙে শেষপর্যন্ত মুখ খুলেছেন অভিনেতা নানা পাটেকরও৷  কিন্তু, বলিউডের একাংশ যখন প্রকাশ্যে তুনশ্রী দত্তের পক্ষ নিয়েছেন, তখন পুরো ঘটনাটিকে কেন ‘মিথ্যা’ বললেন নানা?  ঘটনার দায় এড়িয়ে যেতেই কী ‘মিথ্যা’র আশ্রয় নিলেন জনপ্রিয় এই অভিনেতা?  নাকি, নানাকে বিড়ম্বনায় ফেলতেই ইচ্ছাকৃতভাবে যৌন হেনস্তার অভিযোগ তোলা হয়েছে? সেলেব দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন নানা প্রশ্ন৷

Advertisement

বড়পর্দায় তো বটেই, নাটকের মঞ্চেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন অভিনেতা নানা পাটেকর৷ তাঁর অভিনয় দেশে ও বিদেশে সমাদৃত৷ সহ অভিনেতার সঙ্গে নানার ব্যবহার নিয়ে কিন্তু অভিযোগ ছিলই৷ সেই অভিযোগেই নয়া মাত্রা যোগ করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ বস্তুত, বোমা ফাটিয়েছেন৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘‘নানা পাটেকর জন্য আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে৷ আমাকে বারংবার যৌন হেনস্তার শিকার হতে হয়েছে৷ আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছি নানার কারণে৷’ তনুশ্রী দত্তের দাবি,  ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শ্যুটিংয়ে সময় তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন নানা পাটেকর ৷ কিন্তু, এতদিন পর মুখ খুললেন কেন?  অভিনেত্রীর যুক্তি,  কেরিয়ারের স্বার্থে এতদিন চুপ করে ছিলেন তিন৷

[রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের কী বার্তা দিলেন ক্যানসার আক্রান্ত সোনালি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement