সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অসুস্থ প্রবীণ অভিনেতা দিলীপ কুমার।নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। প্রবীণ অভিনেতাকে বাড়িতেই বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিলীপ কুমারের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে।
[গুরুতর অসুস্থ দিলীপ কুমার, ভরতি আইসিইউ’তে]
বয়স নব্বই পেরিয়েছে। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন বলিউডের ‘দিলীপসাব’। গত অাগস্ট মাসেই একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডিহাইড্রেশন ও কিডনিজনিত সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে। দিলীপ কুমারের চিকিৎসার জন্য গড়া হয়েছিল স্পেশাল মেডিক্যাল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছিলেন, প্রবল ডিহাইড্রেশনে কিডনির সমস্যা দেখা দিয়েছে। ক্রমশই বাড়ছিল ক্রিয়েটিনিন লেভেলও। বেশ কয়েকদিন আইসিইউ-তে থাকার পর, ছাড়া পেয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। বলিউডের ট্র্যাজেডি কিং-দেখতে গিয়েছিলেন তাঁর কাছের বন্ধুরা এবং বলিউডের বিশিষ্টরা। ছায়াসঙ্গী হিসেবে সর্বদা পাশে ছিলেন স্ত্রী সায়রা বানুও।
[‘পদ্মাবতী’ নিয়ে নেতাদের এত কথা কেন, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের]
মাস তিনেক কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। এবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। দিলীপ কুমারকে এখন বা়ড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অভিনেতার অফিশিয়াল টুইটার হ্যান্ডল টুইট করে জানানো হয়েছে, ‘ সাব নিউমোনিয়া আক্রান্ত হয়েছেন। তাঁকে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে্ন চিকিৎসকরা। আল্লার কৃপায় আর কোনও সমস্যা নেই। সাব ভাল আছেন। তাঁর জন্য প্রার্থনা করুন।’
Saab was diagnosed with mild pneumonia. He’s been advised to rest at home. Allah is kind that all other parameters are showing normal – Saab is doing better now. Pls remember him in your prayers and duas. -FF
— Dilip Kumar (@TheDilipKumar) 28 November 2017
আসল নাম ইউসুখ খান। কিন্তু সারা বিশ্ব তাঁকে চেনে দিলীপ কুমার নামে। ভারতীয় সিনেমার অন্যতম সেরা এই অভিনেতার প্রথম ছবি ‘জোয়ার ভাটা’ মুক্তি পায় ১৯৪৪ সালে। কালক্রমে অভিনয় দক্ষতা ও স্টাইলে জোরে নিজের অন্য উচ্চতায় নিয়ে যান দিলীপ কুমার। হয়ে ওঠেন ভারতীয় সিনেমার ট্র্যাজেডি কিং। শেষবার তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে। ছবির নাম ‘কিলা’। ১৯৯৪ সালে দাদাসাহেব ফালকে ও ২০১৫ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান দিলীপ কুমার।
[বলিউডের এই খানের সঙ্গেই কাজ করতে চান বিশ্বসুন্দরী মানুষী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.