Advertisement
Advertisement

Breaking News

#MeToo-র পালটা, বিনতার বিরুদ্ধে মানহানি মামলা অলোক নাথের

প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিনতার৷

Actor Alok Nath files defamation case
Published by: Sayani Sen
  • Posted:October 13, 2018 7:18 pm
  • Updated:October 13, 2018 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলোক নাথ ও বিনতা নন্দা ইস্যুতে লাগল নয়া রং৷ আগেই তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা খারিজ করে দিয়েছিলেন ‘সংস্কারী’ অলোক নাথ৷ এবার সরাসরি বিনিতার বিরুদ্ধে মানহানি মামলা রুজু করলেন তিনি৷

[এবার ধর্ষণের অভিযোগ ‘সংস্কারি’ অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে]

দিনকয়েক আগে নয়ের দশকের এক চিত্রনাট্যকার ও প্রযোজক বিনতা নন্দা অলোক নাথের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। ফেসবুক একটি পোস্টও করেছেন তিনি। লিখেছিলেন, তিনি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। যার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি মাদকাসক্ত ও নির্লজ্জ। কিন্তু সেই যুগে তিনি ছিলেন টেলিভিশনের বড় একজন তারকা। আর সেই কারণেই তাঁর সব দোষ  চাপা পড়ে যেত। বিনতা এও জানিয়েছিলেন, টেলিভিশন শো ‘তারা’-র প্রধান অভিনেত্রীর শ্লীলতাহানি করেছিলেন অলোক নাথ। শুটিং সেটে অভিনেতা ওই অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। অভিনেত্রী ঘটনার পর অভিযোগ জানান। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সেই সময় সেটের সবাই চুপ ছিল। কেউ কোনও প্রতিবাদ করেনি। তারপরই প্রযোজনা সংস্থা ঠিক করে, তারা আর অলোক নাথের সঙ্গে কাজ করবে না। কিন্তু কোনওভাবে অভিনেতা তা জানতে পারেন। সেইদিন সেটে তাঁর ডাক পড়ার আগে পর্যন্ত তিনি মদ্যপান করেছিলেন। ক্যামেরা রোল হওয়ার পর অলোক নাথ অভিনেত্রীর দিকে আগ্রাসী হন। তৎক্ষণাৎ তাঁকে ঘুরিয়ে চড় মারেন অভিনেত্রী। এই অভিযোগের পর অলোক নাথের বিরুদ্ধে একে একে সরব হয়েছেন অনেকেই৷ সন্ধ্যা মৃদুল, দীপিকা আমিন এবং রেনুকা সাহানে তাঁর বিরুদ্ধে ‘মি টু মুভমেন্টে’ যোগ দিয়েছিলেন৷

Advertisement

[এবার অভিনেত্রীর বিরুদ্ধে #MeToo, ফাঁসলেন কঙ্গনা]

কিন্তু বারবারই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ‘সংস্কারী’ অলোক নাথ৷ সেই অভিযোগের বিরুদ্ধে এবার আইনের দ্বারস্থ বর্ষীয়ান অভিনেতা৷ বিনতা নন্দার বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেন তিনি৷ যদিও এ বিষয়ে বিনতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement