Advertisement
Advertisement

বনশালির ছবি ‘পদ্মাবতী’র সেটে বড় দুর্ঘটনা, মৃত ১

প্রশ্ন উঠছে শুটিংয়ের ফ্লোরে কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে৷

Accident on the set of Padmavati, 1 dead
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2016 4:51 pm
  • Updated:December 25, 2016 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়েই শুরু হয়েছিল সিনেমার শুটিং৷ স্টারকাস্টের জনপ্রিয়তাও তুঙ্গে৷ এরই মধ্যে ‘পদ্মাবতী’র সেটে ঘটে গেল বড় দুর্ঘটনা৷ ফ্লোরে কাজ করতে গিয়ে ৫ ফুট উচ্চতা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের৷ মৃতের নাম মুকেশ ডাকিয়া (৩৪)৷

জানা গিয়েছে, ফিল্ম সিটিতে পদ্মাবতীর সেট তৈরির কাজ হচ্ছিল৷ সেখানে রঙের কাজ করছিলেন মুকেশ৷ হঠাৎ পাঁচ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সঞ্জয়লীলা বনশালি৷ মুকেশের পরিবারের সঙ্গে দেখা করে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে৷

Advertisement

তবে ঘটনার পরই রণবীর-দীপিকার ছবির সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস দিয়েছে পুলিশ৷ আপাতত আরে পুলিশ স্টেশনে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে মামলা রুজু করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement