Advertisement
Advertisement

কেন বাবার এত ‘ফ্যান’? উত্তর দিল শাহরুখ-পুত্র আব্রাম

জানেন কী বলল শাহরুখের কনিষ্ঠপুত্র?

AbRam knows why fans crowd to meet papa SRK
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2017 11:56 am
  • Updated:July 21, 2017 11:56 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র চার। কিন্তু এর মধ্যেই খ্যাতির মধ্যগগনে তার নাম। বাবার জনপ্রিয়তার সঙ্গে ইতিমধ্যেই বেশ পাল্লা দিচ্ছে খুদে আব্রাম। অনেকের মতে, বলিউড বাদশা শাহরুখ খানও নিজের কনিষ্ঠ সন্তানকে একটু বেশি ভালবাসেন। আগলে আগলে রাখেন। কিন্তু শাটারবাগদের সামনে তাকে আনতে কখনও কোনও কার্পণ্য করেননি এসআরকে। নিজের এই বাড়তে থাকা স্টারডম নাকি বেশ ভালই উপভোগ করে আব্রাম। কিন্তু কেন তার এই স্টারডম? কেনই বা এত মানুষ ভিড় জমান তাদের বাড়ির সামনে? কী এমন করেন তার বাবা, যে তাঁকে দেখতে রোজ রোজ ভিড় জমান এত মানুষ? এ প্রশ্নগুলির উত্তর কি আদেও চার বছরের আব্রাম জানে? জানে, পুরোটা না হলেও অনেকটাই জানে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন শাহরুখ নিজে।

[সাতসকালে পছন্দের খাবার খাওয়ার জন্য এ কী করলেন নুসরত?]

Advertisement

এসআরকে জানান, এই প্রশ্নগুলিই আব্রামকে করেছিল তার বড় ভাই আরিয়ান। মজার ছলেই ছোট ভাইয়ের কাছে তিনি জানতে চেয়েছিলেন কী করে তাদের বাবা? একরত্তির সোজাসাপটা উত্তর ছিল, অভিনয় করে তার ‘পাপ্পা’। এরপরই আরিয়ান ভাইকে প্রশ্ন করে, তাহলে এত লোকজন রোজ আসে কেন বাবার সঙ্গে দেখা করতে। সবাইকে অবাক করে খুদে আব্রাম জবাব দেয়, ‘বাবা হ্যান্ডসম তাই’। নিজের ছেলেদের এই কীর্তিতে বেশ মজা পেয়েছিলেন কিং খান। সে কথাই তিনি সাক্ষাৎকারে সকলের সঙ্গে শেয়ার করেন।

[রণবীর সিংই দেশের পরবর্তী ‘সুপারস্টার’, দাবি রোহিত শেট্টির]

বাবার মুখের সঙ্গে অনেকটাই মিল রয়েছে আব্রামের। দু’জনের ছোটবেলার ছবি দেখলে সে কথা স্পষ্ট বোঝা যায়। আর বাবার এই জনপ্রিয়তাও ভীষণ প্রিয় খুদে তারকার। মানুষের সামনে এসে নিজের স্টারডম উপভোগ করতে নাকি খুবই ভালবাসে সে। হামেশা মুখিয়ে থাকে, কখনও বাইরে এসে ফ্যানদের সঙ্গে দেখা করবে তার বাবা। আর সঙ্গে তাকেও নিয়ে যাবে। শাহরুখ ঘনিষ্ঠদের মতে,  গ্ল্যামার কী জিনিস তা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে জুনিয়র শাহরুখের মধ্যে।

[জানেন, কারা হতে চলেছেন এবছর ‘বিগ বস’-এর অতিথি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement