Advertisement
Advertisement

Breaking News

পরিণীতি-আব্রাম দ্বৈরথ ভাইরাল নেটে

হাতে ফিল্ম থাক আর না থাক দিন দুয়েক ধরে ইন্টারনেটে ‘ট্রেন্ডিং’ পরিণীতি চোপড়া৷ সৌজন্যে শাহরুখপুত্র আব্রাম৷ দুজনের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের৷ ভালবাসার নয় এ রসায়ন যুদ্ধের!

AbRam fights it out with Parineeti Chopra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2016 3:31 pm
  • Updated:May 18, 2016 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হাতে ফিল্ম থাক আর না থাক দিন দুয়েক ধরে ইন্টারনেটে ‘ট্রেন্ডিং’ পরিণীতি চোপড়া৷ সৌজন্যে শাহরুখপুত্র আব্রাম৷ দুজনের রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের৷ ভালবাসার নয় এ রসায়ন যুদ্ধের!

ইডেনের বাইশগজে যখন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে জেতার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছিল শাহরুখের নাইট রাইডার্সরা৷ গ্যালারির কাঁচের বাক্সে তখন চলছিল অন্য লড়াই৷ পরিণীতি আর আব্রামের লাঠির দ্বৈরথ৷ দুজনে মিলে বেশ জমিয়ে খেলছিলেন সেই যুদ্ধ-যুদ্ধ খেলা৷

Advertisement

ক্লিক করে দেখুন সেই ধুন্ধুমার কাণ্ড!

মাঠে কেকেআর হেরে গেলেও পরিণীতিকে গ্যালারিতে বেশ ভালই টক্কর দিয়েছে ছোট্ট আব্রাম৷ বাবার মতো সেও যে নাছোড়বান্দা যোদ্ধা সেটা এই বয়েসেই প্রমাণ করেছে জুনিয়ার খান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement