Advertisement
Advertisement

Breaking News

Abir Chatterjee

দু’ হাতে পিস্তল! ব্যোমকেশ-ফেলুদার খোলস ছাড়িয়ে রূদ্ধশ্বাস গোয়েন্দা ছবিতে আবির

এবার কোন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে?

Abir Chatterjee as new detective in Debaloy Bhattacharya's Badami Haynar Kobole| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 17, 2023 2:30 pm
  • Updated:May 17, 2023 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের পর্দায় বর্তমানে গোয়েন্দাদের আনাগোনা। ব্যোমকেশ, ফেলুদাকে নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই। দর্শকরাও ততোধিক তিতিবিরক্ত! সাহিত্যের পাতা থেকে যদিও মিতিন মাসি কিংবা কাকাবাবু-কিরিটিরা রুপোলি পর্দায় মাঝেমধ্যে উঁকি দেন! তবে বক্সীবাবু, ফেলু মিত্তিরদের কদরই পরিচালকদের কাছে বেশি। ওদিকে সোনাদাও রয়েছেন তালিকায়। তবে এবার গোয়েন্দা সিনেপ্রেমীদের স্বাদবদল ঘটাতে আসছেন নতুন রহস্যসন্ধানী। ছবির মলাট -রোলে আবির চট্টোপাধ্য়ায়।

এযাবৎকাল ব্যোমকেশ, ফেলু মিত্তিরের পাশাপাশি গোয়েন্দা সোনাদার ভূমিকাতেও দেখা গিয়েছে আবিরকে। জনপ্রিয়তাও পেয়েছেন। এবার নতুন অবতারে সত্যান্বেষণ করতে দেখা যাবে অভিনেতাকে। তিন-তিনটে গোয়েন্দা চরিত্র করার পর এবার কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বন নতুন সিনেমা তৈরি করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেখানেই মুখ্য় ভূমিকায় গোয়েন্দারূপে ধরা দেবেন আবির চট্টোপাধ্য়ায়। যে চরিত্রের নাম দীপক চট্টোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘এটা কি..?’, চঞ্চল না মৃণাল ‘ধরতে পারবেন না’! চিনতে গিয়ে গোত্তা খেল নেটপাড়া]

বুধবার প্রকাশ্যে এল ‘বাদামী হায়নার কবলে’ সিনেমার মোশন পোস্টার। শেয়ার করে আবির লিখলেন, “নস্ট্যালজিয়ায় ভরপুর.. আসছে দীপক চ্যাটার্জী। দু’হাতে দুটো পিস্তল, আর এক হাতে টর্চ!” ছবিতে অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায় এবং শাঁওলি চট্টোপাধ্যায়ও। 

[আরও পড়ুন: স্টিয়ারিং জড়িয়ে গাড়ি চালাচ্ছে সাপ! কেলেঙ্কারি কাণ্ড ‘পঞ্চমী’ সিরিয়ালে]

সিনেমার প্রযোজনা করছে এসভিএফ সংস্থার হইচই স্টুডিও। উল্লেখ্য, সংশ্লিষ্ট সংস্থার ব্যানারে সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয়ের ‘ইন্দুবালার ভাতের হোটেল’। পরিচালকের ফ্রেমে তাক লাগিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সিরিজের জনপ্রিয়তার পরই ‘বাদামী হায়নার কবলে’ ছবির ঘোষণা করলেন দেবালয় ভট্টাচার্য। সিনেমার প্রথম পোস্টারও প্রকাশ্যে এনেছেন পরিচালক। এবার দেখার আবিরকে গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় কেমন মানিয়েছে? সেই প্রতীক্ষায় দর্শক-অনুরাগীরা।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement